কুমিল্লার হোমনায় মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব হোমনার (পিইউএসএএইচ) উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পল্লী বিদ্যুৎ রোডস্থ কোয়ালিটি লার্নিং স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতা’ এবং একাদশ, স্নাতক শ্রেণির জন্য ‘স্বাধীনতার ৪৯ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. মেহেদি হাসানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, বিশেষ অতিথি ছিলেন ইউএনও রুমন দে, হোমনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল উদ্দিন, হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুটেক্স ছাত্র হাসিবুল হাসান, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ছাত্র শামীম আহমেদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র সামসুল আলম অনিক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রী কুহিনুর আক্তার প্রমুখ।
রচনা প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে প্রথম কুহিনুর আক্তার (কফিল উদ্দিন বালিকা বিদ্যালয়), দ্বিতীয় মো. জুনায়েদ সিদ্দিক ও তৃতীয় মো. ইমন মিয়া (রামকৃষ্ণপুর কে কে আর কে উচ্চ বিদ্যালয়) এবং কলেজ ও বিশ^বিদ্যালয় পর্যায়ে প্রথম কুহিনুর আক্তার (ঢাকা বিশ^বিদ্যালয়), দ্বিতীয় সাইফুল ইসলাম (ধানমন্ডি আইডিয়াল কলেজ) ও নাহিদ হাসান (অধ্যাপক আবদুল মজিদ কলেজ) তৃতীয় স্থান অধিকার করেন।