নোয়াখালীতে প্রথম ব্যাক্তি হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন (টিকা) নিবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী।
একরামুল করিম চৌধুরী মুঠোফোনে জানান, আগামী ৭ ফ্রেব্রুয়ারি সকাল ১১ টায় নোয়াখালীতে তিনি প্রথম করোনা টিকা নিবেন। ইতোমধ্যে তিনি সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন। তিনি বলেন,আগে সমাজের ফ্রন্ট ফাইটার হিসেবে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,চিকিৎসক, পুলিশ,সাংবাদিক, মুক্তিযোদ্ধারা করোনার টিকা নিলে তার পরে সাধারণ মানুষও নেয়া শুরু করবে। সে লক্ষ্যে তিনি সবার আগে এটিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. ইফতেখার মাসুম জানান, আগামী সাত ফেব্রুয়ারি (রোববার) সকাল ১১ টায় প্রথম ব্যাক্তি হিসেবে একরামুল করিম চৌধুরী এমপিকে করোনার টিকা দিয়ে তারা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। এরপর কারা কারা দিবেন তারও একটি তালিকা প্রস্ততের কাজ চলছে।
তিনি আরো জানান, প্রথম ধাপে এক লাখ চার হাজার ডোজ ভ্যাকসিন নোয়াখালীতে গত ৩১ জানুয়ারি এসে পৌঁছেছে। ভ্যাকসিনগুলো নির্ধারিত ইপিআই সেন্টারের ক্লোড স্টোর রাখা হয়েছে। গোটা জেলায় ১০টি কেন্দ্রে এ টিকা দেয়া শুরু হবে। এর জন্য ২৭টি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে আটটি বুথ ও পুলিশ হাসপাতালেও একটি বুথ করা হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি বুথ করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত যারা টিকা যারা দিবেন তাদের প্রশিক্ষণ দেয়া হবে।