চারিদিকে ধান গাছের সবুজ পাতা বাতাসে নড়ছে। জমিতে পানি। এরই মাঝখানে গড়ে ওঠেছে ইটভাটা। কিছু কাগজপত্র পক্রিয়াধীন। তারপরও চলছে উৎপাদন। পাশেই ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নেয়ার ধূঁম। পাশের জমি হচ্ছে উচুঁ নীচু। বাধ্য হয়ে তাকেও মাটি বিক্রি করতে হচ্ছে। আর এভাবেই কৌশলে কৃষকদের জমির মাটি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। এ চিত্র গোটা সরাইলেই। বিলের ওপর ইটের আধলা ও মাটি ফেলে তৈরী করা হয়েছে রাস্তা। ১০-১২টি ট্রাক্টর দিনে রাতে মাটি টানছে। কাঁচা সড়ক। উড়ছে ধূঁলা। পাশের ধান গাছের শিকর গুলোতে জমছে ধূঁলা। নষ্ট হচ্ছে ফসলি জমি। ক্ষতির শঙ্কায় হৃদয় কাঁপছে কৃষকের। ইটভাটার মালিক প্রভাবশালী। তাদের রয়েছে ক্ষমতার দাপট। তাই ভয়ে কোথাও অভিযোগ করার সাহস পাচ্ছেন না কৃষকরা। কিছু জায়গায় সরকারি খালে মাটি রাখছেন দীর্ঘ সময়। অনেকে এমন খাল দখলে নেওয়ার পায়তারাও করছেন। এভাবেই চলছে সরাইলের বেশ কয়েকটি ইটভাটা। সরজমিনে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে সরাইলের রাজাবাড়িয়াকান্দি এলাকায় শাহবাজপুর মৌজায় ৩-৪টি ইটভাটা গড়ে ওঠেছে। ডিজিটাল ও মায়ের দোয়া নামক ইটভাটার সকল কাগজপত্র না থাকলেও উৎপাদন চলছে দেদারছে। ডিজিটাল ব্রীক মিল কোয়ার্টার কিলোমিটার দূরে ১২ কানি ফসলি জমির মাটি ক্রয় করেছেন ১৮ লাখ টাকায়। শর্ত হচ্ছে ৫ ফুট গভীর পর্যন্ত মাটি কেটে আনবেন। ফলে হারিয়ে যাচ্ছে জমির উর্বরা শক্তি। জমি গুলোর গভীরতা বেড়ে পাশের জমির চেয়ে নীচু হয়ে যাচ্ছে। ফসলি জমির মাটি কাটতে নেই। এমন আইন জেনেই সেখানে ক্রয়-বিক্রয় হচ্ছে মাটি। এ ছাড়া তাদের বিরূদ্ধে মাটি বহনকারী ট্রাক্টর চলাচলের জন্য সরকারি জলাশয় (লইস্কা বিল) ভরাট ও কৃষকের জমি জবর দখলের অভিযোগ করেছেন মো. হারূনুর রশিদ। আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। পুলিশি প্রতিবেদনে জবর দখলের সত্যতা ও বিশৃঙ্খলার শঙ্কার কথা বলা হয়েছে। হারূন রশিদ বলেন, আমার জমির উপর দিয়ে জোর পূর্বক রাস্তা করেছে। মাছ চাষের জলাশয় দখলে নিয়েছে। আমি গরীব। লোকবল নেই। প্রতিবাদ করলে হুমকি দেয়। একই কায়দায় পাশের ফসলি জমির মাটি নিচ্ছেন ‘মায়ের দোয়া’ ব্রীক মিলেও। ট্রাক্টরের চাকার ঘষায় ১২ ঘন্টাই উড়ছে ধূঁলা। সদ্য রোপনকৃত ইরি ধান নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষক বলেন, সারা দিন মাটি নিয়ে ট্রাক্টর চলছে। ধূলা উড়ে জমিতে স্তুপ আকারে পড়ছে। ধান গাছ গুলো নষ্ট হয়ে যাবে। ফসল পাব না। ব্রীক মিল মালিকরা প্রভাবশালী। আমাদের কথা শুনেন না। প্রতিবাদ করলে বিপদে ফেলে দিবে। এক জমির মাটি কাটলে অপর জমি উচুঁ হয়ে যায়। পানি দেওয়া যায় না। বাধ্য হয়ে ওই জমির মাটিও তাদের কাছে বিক্রি করতে হয়। এভাবেই স্থানীয় কৃষকরা জিম্মি হয়ে পড়ে ব্রীক মিল মালিকদের কাছে। আবার মাটি ক্রয় বিক্রয়ে মাঝখানে থাকে প্রভাবশালী দালাল চক্র। একসময় মাটির সঠিক মূল্যও পাওয়া যায় না। দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে মাঠের ফসলি জমি গুলো। কৃষক মো. আজগর আলী বলেন, আইন জেনেও সাড়ে ১২ কানি জমির মাটি বিক্রি করেছি। কানি প্রতি ১ ফুট গভীরতার মূল্য ৩০ হাজার টাকা। ৫ ফুট গভীরে যাবে। মোট মূল্য ১৮ লাখ ৭৫ হাজার টাকা। ইটভাটার মালিক বাবুল মিয়া সহ অনেকেই বলেন, আইন জেনেই কৃষকরা বিক্রি করছেন। আমরা ক্রয় করছি। উচুঁ জমিতে পানি থাকে না। ফসল ভাল হয় না। মাটি কাটলে জমিতে ফসল ভাল হয়। সরকারি নয়, ব্যক্তি মালিকানা জায়গায় বাঁধ দিয়েছি। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ আইন পরিপন্থী কাজ। তবে স্বেচ্ছায় কেউ মাটি দিলে কিছুই করার থাকে না। ট্রাক্টরের ধূঁলায় ফসল নষ্ট হওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নিব। সরাইলে বেশ কিছু ইটভাটার সকল কাগজপত্র নেই। ইতোমধ্যে দুটি ইটভাটাকে ৪ লাখ ৮ লাখ টাকা জরিমানা করেছি। অবৈধ ইটভাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত: সরাইল উপজেলায় ৩৪টি ইটভাটায় চলছে উৎপাদন। এর মধ্যে ১১টিই অবৈধ। শুধু শাহবাজপুর ইউনিয়নেই রয়েছে ১৪টি ইটভাটা। চলমান আছে ১৩টি। শাহজাদাপুর ইউনিয়নে চলছে ৪টি।