শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচনে নৌকা তোরণে অগ্নিসংযোগের প্রতিবাদের আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী মোহাম্মদ আলী লাল মিয়া সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌরশহরের কলেজ রোডে নির্বাচনী পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী মোহাম্মদ লাল মিয়া ( নৌকা প্রতীক)। তিনি বলেন, বিএনপির মনোনিত মেয়র প্রার্থী আবদুল হাকিম (ধানের শীষ প্রতীক) তার কর্মীদের দিয়ে গতকাল শেষ রাতে পরিকল্পিতভাবে আমার ১ নং ওয়ার্ডের পোড়াগড় বাজারের নির্বাচনী অফিসের সামনে নৌকার তোরণে অগ্নিসংযোগ করেছে। এ সময় কিছু পোষ্টার পোড়ানো হয়। এসব বিএনপির দুর্বৃত্তরা বিগত পৌরসভা নির্বাচনেও নৌকা প্রতীকের প্রার্থীর মোটরসাইকেল পুড়িয়ে ভোটারদের মাঝে ভয়ভীতি প্রদর্শন করেছে। এবারো নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার জন্যে নানা ধরণে প্রোপাগান্ডা ও অপকর্ম করে আসছে। এমনকি ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে না পারে এজন্য আমার নির্বাচনী অফিসের হামলা ও নৌকা তোরণ পুড়িয়ে দিয়েছে। আমি ওই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরির জোড় দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহীদ উল্লাহ শাহী, আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, জেলা কৃষক লীগের সভাপতি আবদুল কাদের, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জেনারেল। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী আবদুল হাকিম তার বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কোনো নেতাকর্মী ও সমর্থকরা এ কাজের সাথে জড়িত না।