ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আজ আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী শেফালী বেগম। এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আবদুল হাই, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ঝিনাইদহ জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির দলীয় প্রার্থী হুমায়ন বাবর ফিরোজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারী শৈলকুপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৩নভেম্বর শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শিকদার মোশারফ হোসেন সোনা’র মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূণ্য হয়। জেলা রির্টানিং কর্মকর্তা রোকনুজ্জামান জানান, মনোনয়ন জমা দেয়ার শেষ দিন এখন পর্যন্ত বিএনপি-আওয়ামীলীগের দলীয় ২ প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।