শেরপুরের ঝিনাইগাতীতে পিডিবি অফিসের ভূতুড়ে ও অপ্রত্যাশিত বিল, অনিয়ম-দুর্নীতি এবং গ্রাহকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার আমতলী এলাকায় ‘দুর্নীতির অবসান চাই, সকল ক্ষেত্রে সুশাসন চাই’ শ্লোগানে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এতে বক্তব্য রাখেন জাসদের ঝিনাইগাতী শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ অনেকে। মানববন্ধনে ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা, পিডিবি অফিসের কর্মকর্তারা মিটার রিডিং সংগ্রহ ছাড়াই অনুমাননির্ভর অতিরিক্ত বিল করা এবং আদায়সহ নানা অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানির বর্ণনা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিদ্যুৎ বিভাগের ঝিনাইগাতী আবাসিক প্রকৌশলী মোহাম্মদ রুকুনউজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের দপ্তরে কোন ধরনের অনিয়ম-দুর্নীতি হয় না।