নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড শায়েস্তানগর গ্রামের বেছু ড্রাইভারের বাড়ির মোঃ নুরুল হকের বসতঘরে এক সিদেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীয়র রাতে সঙ্গবদ্ধ চোরের দল মোঃ নুরুল হকের বসতঘরের সিদ কেটে(ডেলা সুরুঙ্গ করে ) ভিতরে ডুকে অস্ত্রের মুখে নুরুল হকের স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে খাদিজা আক্তারকে জিম্মি করে আলমিরা খুলে নগদ ৪০ হাজার টাকা, ৪ভরি স্বর্ণালকার, মূল্যবান মালামাল ও কাগজপত্রসহ ৪ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। এ সময় চোরের ছুরিকাঘাতে গৃহকর্তী মনোয়ারা বেগম আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার (২ফেব্রুয়ারি রাতে) গৃহকর্তীর স্বামী মোঃ নুরুল হক বাদি হয়ে সেনবাগ থানায় অজ্ঞত ব্যাক্তিকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি নিশ্চিত করেছেন সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) মোঃ আবদুল বাতেন মৃধা। তিনি জানান তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছেন।
সঙ্গবদ্ধ চোরের দল মালামালে সঙ্গে ৪টি জাতীয় পরিচয়পত্র নিয়ে যায় যার সিরিয়াল নং ৭৫১৮০৪৭৯১০৪৭৪, ৭৫১৮০৪৭৯১০০৬৬, ১৯৯৩৭৫১৮০৪৭০০০২৪৬, ১৫০৭৩৪৪০৬৫