ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র আবদুর রশিদ খান।
মঙ্গলবার বিকাল ৪টার সময় আওমালীগের দলীয় কার্যালয় থেকে নেতা কর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মেয়র প্রার্থী আবদুর রশিদ খান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের কাছে তার মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু,সহ সভাপতি মুকুল চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন আর রশিদ,জেলা পরিষদ সদস্য এম এ আসাদ,শেখ হাসেম আলী,আশরাফুন্নাহার শিউলী,জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ¦ শরীফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল এমরান জানান, মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৪ জন,কাউন্সিলর পদে ৪১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।