ভৈরবে উৎসবমুখর পরিবেশে ৫ম ধাপের নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহার কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইফতেখার হোসেন বেণু, এ সময় তার সাথে ছিলেন,কিশোরগঞ্জ জেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান,উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক আবুল মনসুর,প্রয়াত রাষ্ট্রপতির এপিএস-২ মোঃ সাখাওয়াত উল্লাহসহ দলীয় নেতা-কর্মীরা।
বিএনপি মনোনীত প্রার্থী হাজি মোঃ শাহিন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় তার সাথে ছিল উপজেলা বিএনপি সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক আরিফুল ইসলাম,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা।এছাড়া ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমন ও ভৈরব চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও ভৈরব উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ¦ আবদুল্লাহ আল-মামুন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচনে বেলা ৩ টা পর্যন্ত মেয়র পদে ৪ জনসহ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ৬৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ২৮ ফেব্রুয়ারী ভৈরবে ৫ম ধাপের নির্বাচনে ৮৭ হাজার ৭শ ৫৪ জন ভোটার ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন।