জয়পুরহাটের ক্ষেতলালে চাচা কর্তৃক পুকুর দখলের চেষ্টা, চাচার বিরুদ্ধে থানায় ভাতিজার অভিযোগ দায়ের।
অভিযোগ সূত্রে জানা যায়, ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহব্বতপুর মৌজার বিভিন্ন দাগে ৪ একর ৫৯ শতাংশ পুকুর দেশবিভাগের পর ১৯৬৩ সালে বিনিময় সূত্রে দিনাজপুর জেলার সদর উপজেলার পাহাড়পুর গ্রামের জনৈক হাজী সিদ্দিক ও তার দুই ভাতিজা আবদুল ওহাব এবং আবদুল হামিদ ওই সম্পত্তির মালিক হন। তাদের মধ্যে হাজী সিদ্দিক ও আবদুল হামিদ মৃত্যু বরণ করলে ওয়ারিশগণের আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে ১৯৯৪ সালে জয়পুরহাট জেলা প্রশাসক হাজী সিদ্দিক এর ছেলে কামরুল আলম এবং আবদুল ওহাবের নামে অবমুক্তি প্রদান করেন। বর্তমান ওই দু’জনের নামে আরএস খতিয়ান প্রস্তুুত হয়। কিন্তুু উল্লিখিত স্বত্ত্ববান আবদুল ওহাবের মৃত্যুর পর তার চাচাত ভাই কামরুল আলম আবদুল ওহাবের চার সন্তানকে বঞ্চিত করছে। তিনি একক মালিকানা দাবি করে সমুদয় সম্পত্তি নিজের দখলে রেখে ওয়ারিশগণকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চলেছেন মর্মে অভিযোগে উল্লেখ করেছেন আবদুল ওহাবের ছেলে আবদুল বারী।
এ বিষয়ে কামরুল আলম বলেন, অভিযোগকারীর বাবা আমার চাচা তাদের সমুদয় সম্পত্তি ওই এলাকার বিভিন্ন জনের কাছে বিক্রি করেছেন। পরবর্তীতে আমি ও আমার স্ত্রী তাদের থেকে ভায়া দলিল হিসেবে ২ একর ২৪ শতক সম্পত্তি খরিদ করেছি। অবশিষ্ট ৫৭ শতাংশ জমি তারা অন্যের কাছে বিক্রি দিয়েছে। বিধায় সেখানে তাদের কোন আর কোন সম্পত্তি পাওনা নেই এবং আমার খরিদকৃত সম্পত্তি আমার ভোগ দখলে আছে। আমি কাউকে ভয়ভীতি দেখাইনি।
এ বিষয়ে অভিযোগকারী আবদুল বারী বলেন, ১৯৯৪ সালে জয়পুরহাট জেলা প্রশাসন আমার বাবার নামসহ সংশ্লিষ্ট নামে অবমুক্তি দিয়েছেন তাই ১৯৯৪ সালের আগে কোন বিক্রি দলিল গ্রহণ যোগ্য নয় বলে মনে করি। ১৯৬৩ সালের বিনিময় দলিল, জয়পুরহাট জেলা প্রশাসকের অবমুক্তি, বর্তমান আরএস খতিয়ান আমার বাবার নামে থাকা সত্ত্বেও আমার বাবার চাচাত ভাই কামরুল আলম জোর পূর্বক সম্পত্তি দখলে রেখে বিভিন্ন ভাবে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয়ে ক্ষেতলাল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন,এ রকম একটি অভিযোগ পেয়েছি। যেহেতু বিবাদী দিনাজপুরে অবস্থান করেন সে কারণে দিনাজপুরের সংশ্লিষ্ট থানায়ও অভিযোগ দায়েরের পরার্মশ প্রদান করেছি।