শেরপুরের ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি চাপায় আবদুল মমিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবদুল মমিন ঝিনাইগাতী উপজেলার দড়িকালীনগর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার দড়িকালিনগর নয়ানীপাড়া এলাকায় বেলা সাড়ে দশটার দিকে রাস্তা পাড়াপাড়ের একটি ট্রলি মমিনকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় মমিন। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রলি চালক একই গ্রামের সৈয়দ জামালের ছেলে মান্নান ও নিহত মমিন পরস্পর আত্মীয়।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ঝিনাইগাতী থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।