নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন রাজারামপুর গ্রামে আদালত কর্তৃক স্থিতিঅবস্থা ১৪৪/১৪৫ ধারা জারি থাকার পরও আদালতের নিদের্শ অমান্য করে জোরপূর্ব ও সম্পত্তি দখলের চেষ্টায় বাঁধা দেওয়ায় এক প্রবীন শিক্ষক মাষ্ঠার ছিদ্দিক উল্লাহ পাটোয়ারী (৭৩) ও তার ছেলে আরিফুর রহমান(২৫)কে এলোপাথাড়ি পিটিয়ে ও কিলগুষি মেরে আহত করেছে প্রতিপক্ষ মঞ্জুর হোসেন (৩৫) ইমাম হোসেন (২২) ও আরমান হোসেন (২০)।
ওই হামলা ও মারধরের ঘটনাটি ঘটেছে সোমবার ( ১ ফেব্রুয়ারি ) সকালে ৯টারদিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন রাজারামপু গ্রামের ছিদ্দিক উল্লাহ মাষ্ঠার বাড়িতে। এ সময় স্থানীয় লোকজন আহত ছিদ্দিক উল্লাহ পাটোয়ারী ও তার ছেলে আরিফুর রহমানকে উদ্ধার করে সেনবাগ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে,উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের ছিদ্দিক উল্লাহ পাটোয়ারী বিগত ২০০০ সালে একই এলাকার গোলাপের রহমানের নিকট থেকে ছাপ কবলা দলিল মূলে ১৬ শতাংশ জমিন ক্রয় করে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু এলাকার একটি প্রভাবশালী সন্ত্রাসী ওই সম্পত্তি তাদের দাবী করে জোরপূর্বক দখলে চেষ্ঠা করে আসছিলো। এই নিয়ে পিটিশন মামলা নং ৬১৭/২০ মামলা চলমান ও আদালতে কর্তৃক ওই সম্পত্তিতে সিআরপিসি ১৪৪ ও ১৪৫ ধারা জারি করা রয়েছে। কিন্তু বিবাদীগন আদালতের নির্দেশ অমান্য করে সোমবার সকালে বাদির নিশকন্টক জমিন থেকে মাটি কেটে ওই স্থিতিঅবস্থা জারি থাকা ভূমিতে মাটি ভরাট শুরু করলে ছিদ্দিক উল্লাহ পাটোয়ারী এসে বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ী পিঠিয়ে ও কিলগুষি মেরে আহত করে। এ সময় তার আত্মচিৎকারে তার ছেলে আরিফুর রহমান এগিয়ে এসে পিতাকে রক্ষার চেষ্ঠা করলে প্রতিপক্ষ তাকেও পিটিয়ে আহত করে। এ সময় পিতা পুত্রের আত্মচিৎকারে আশপাশে^ লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে সেনবাগ উপজেলা ৫০শয্যা হাসপাতালে ভর্তি করান।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা একটি লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেণ বলে জানান।