সেনা অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারে ফিরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা পড়েছেন কক্সবাজারের ক্যাম্পের রোহিঙ্গারা। তারা মনে করছেন, এর ফলে তাদের নিজ দেশে ফিরে যাওয়া আরও কঠিন হলো।
তারা বলছেন, সু চি রোহিঙ্গাদের সঙ্গে প্রতারণা করেছেন। তারা ঘটনার নিন্দার পাশাপাশি দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিও জানান।
মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের।
এদিকে, রোহিঙ্গাদের অনেকেই মনে করেন, তাদের অধিকার প্রতিষ্ঠায় সু চি কোন ভূমিকা পালন করেনি। তিনি তাদের সঙ্গে প্রতারণা করেছেন। তাই এজন্য কেউ কেউ এ ঘটনায় খুশিও হয়েছেন। একই সঙ্গে ঘটনার নিন্দা জানিয়ে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দাবি জানিয়েছেন তারা।
এদিকে সামরিক অভ্যুত্থানের পর থেকে উখিয়া ও টেকনাফসহ পুরো মিয়ানমার সীমান্তজুড়ে বিজিবি কড়া নজরদারি বাড়িয়েছে। বিজিবি সীমান্ত পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে।