কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির চৌকুড়ী জাফর ইকবাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন - চৌদ্দগ্রাম গুণবতী ফোর স্টার ক্লাব - বনাম -নোয়াখালীর সেনবাগের কেশার পাড়া সূর্য তরুন ক্লাব। সেনবাগ কেশার পাড়া সূর্য তরুন ক্লাবকে হারিয়ে বিজয়ী লাভ করেন,কুমিল্লার চৌদ্দগ্রাম গুণবতী ফোর স্টার ক্লাব দল।পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। একটি ফ্রিজ ও রানার্স আপ দলকে একটি এলইডি তুলে দেয়া হয়। ঢালুয়া ইউপির ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার আকাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খ,ম, জিললুর রহমান, সাধারন সম্পাদক গোলাম মাওলা ছুট্টু,আওয়ামীলীগ নেতা আবদুর রউফ নয়ন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: মাহমুদুল হাছান মিয়াজী, উপজেলা যুবলীগের সহ সম্পাদক মো: জামাল উদ্দিন জার্মানি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রেজ্জাক সুমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন -চৌকুড়ী জাফর ইকবাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের-কো চেয়ারম্যান শাহিন মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন -ব্যবসায়ী গাজী শামছুল হক,টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হাফেজ আলী আব্বাস ভূঁইয়া, ব্যবসায়ী আমান উল্লাহ আমান, সাতবাড়ীয়া ইউপি আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ কবির মজুমদার টুটুল, ব্যবসায়ী নুরুল ইসলাম ইরু, নুরুল আমিন নুরু, হাজী ওমর ফারুক ভূঁইয়া, ই¯্রাফিল হোসেন লিটন। খেলাটির প্রথম পুরুস্কার ফ্রিজ প্রদান করেন হামজা টেক্সটাইল চেয়ারম্যান হাজী ওমর ফারুক ভূঁইয়া। দ্বিতীয় পুরুস্কার প্রদান করেন, ই¯্রাফিল হোসেন লিটন একটি এলইডি।