বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন সরাইলের ইফতেখার আহমেদ চৌধুরী সজিব। সজিব সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মুন্সিবাড়ির নাসিম আহমেদ চৌধুরীর ছেলে ও দৈনিক মানবজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক শামীমুল হকের ভাগিনা। স্বাধীনতার পর এই প্রথম সরাইলের ছেলে সজিব কেন্দ্রীয় ছাত্রলীগের গুরূত্বপূর্ণ পদ পাওয়ায় আনন্দে ভাসছে গোটা উপজেলার ছাত্রলীগের নেতা কর্মী ও সাধারণ মানুষ। দলীয় ও পারিবারিক সূত্র জানায়, কিশোর বয়স থেকেই সজিব জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত ছিল। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে সময় দিতেন। তার স্বপ্ন ছিল এই সংগঠনের কাজ করে একদিন উচুঁ জায়গায় অবস্থান করবেন। ২০০৮ সালে দেওড়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করেন সজিব। একই সালে শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ অর্জনের মাধ্যমে শুরূ হয় সজিবের রাজনৈতিক পথচলা। সদা হাস্যজ্জ্বোল, মিষ্টভাষী, সদালাপী, ন্যায়পরায়ণ, সৎ ও মেধাবী ছাত্র সজিবকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১২ সালে সজিব প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পড়া লেখার পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জাতির জনকের যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে কাজ করতে থাকেন দেওড়ার সজিব। মেধা, যোগ্যতা, সততা ও কর্মদক্ষতা দ্বারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসেন। ২০১৬ সজিব কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদ লাভ করেন। ২০১৭ সালে একই সংগঠনের ‘উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক’ হন। এরই ধারাবাহিকতায় যোগ্যতার মাপকাঠিতে আবারো উপরে ওঠে আসেন সরাইলের সেই সজিব। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ডাকছে তোমায়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এরই ইঙ্গিত দিলেন সজিবকে সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি পদে অধিষ্টিত করেন। সজিবের এই প্রাপ্তি ও অর্জনের খবরে গত রোববার রাত থেকেই আনন্দে ভাসছে গোটা সরাইল। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাধারণ মানুষ সজিবের প্রাপ্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন। অভিনন্দন ও শুভেচ্ছার বার্তায় মেতে ওঠেছেন তারা। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনও তাকে অভিনন্দন জানিয়ে যাচ্ছেন।