'ময়লা থাকবে চোখের আড়াল, দেখবে সবাই পরিস্কার সকাল' এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে ময়মনসিংহের টাউন হল মোড়ে কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু।
কার্যক্রম উদ্বোধনের পর টাউন হল মোড় থেকে কয়েকটি সজ্জিত ট্রাকে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মেয়র ইকরামুল হক টিটু, কাউন্সিলরবৃন্দ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ সচেতনতাবার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং রিক্সা, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন।
উদ্বোধনী অনুষ্ঠান এবং শোভাযাত্রায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফসারী জোহরা ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীবসহ অন্যান্য কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, নাগরিক সমাজের প্রতিনিধি, বিডি ক্লিন বাংলাদেশ ও বিএনসিসির প্রতিনিধি ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এবং নগরীর প্রধান প্রধান সড়কসমূহকে বর্জ্যমুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন এবং তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। মেয়র বলেন, আমাদের প্রচেষ্টা মানুষ যেন ভালো থাকতে পারে। আমরা বর্জ্য ব্যবস্থাপনার পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। আমরা নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ উপহার দিতে চাই। সিটি মেয়র তার বক্তব্যে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টার মধ্যে যথাস্থানে বর্জ্য ফেলার জন্য নগরবাসীকে অনুরোধ করেন।