শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ লোকাল গভর্ন্যান্স সাপোর্ট (এলজিএসপি) ৩ এর উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যানদের ব্যবহারের জন্য কম্পিউটার সামগ্রি বিতরণ করেছে।
রোববার (৩১শে জানুয়ারি) দুপুরের উপজেলা পরিষদের সামনে ইউপি চেয়ারম্যানগনের উপস্থিতিতে কম্পিউটার সামগ্রি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুম। এ সময় উপস্থিত ছিলেন, এলজিএসপির ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর (ডিএফ) আঃ রহিম ও ১২টি ইউনিয়ন চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এলজিএসপি-৩ এর ভেন্ডর ফ্লোরা লিমিটেড তার উপজেলার অধিনস্থ প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য স্পেসিফিকেশন মোতাবেক ১ সেট করে কম্পিউটার সামগ্রি বিতরণ করে। প্রতিটি সেটে এ রয়েছে সিপিইউ, মনিটর, প্রিন্টার, স্ক্যানার, ইউপিএস।
প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য একজন হিসাব সহকারি নিয়োগের পর তিনি ও অফিসের স্টাফ অফিসের কাজে ব্যবহার করবেন এই কম্পিউটার সামগ্রি। তবে তা যেন কেউ নিজস্ব সম্পত্তি বলে নিজ বাসায় রেখে না দেয় এবং তা রক্ষনাবেন যেন সঠিকভাবে করা হয তার জন্য সকল চেয়ারম্যানদের দায়িত্বশীল ভুমিকা রাখার পরামর্শ দেন ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম। প্রতিটি ইউনিয়নের জন্য প্রায় এক লক্ষ টাকা ব্যয়ে এ সামগ্রী বিতরন করা হয় বলে জানা গেছে।