সরাইলে জায়গা জমির নাম খারিজের সহস্রাধিক আবেদন ঝুলছে সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে। সিটিজেন চার্টারে ৪৫ কার্য দিবসের মধ্যে আবেদনের সুরাহা করার কথা লেখা। কিন্তু বাস্তবে ৪-৯ মাস ঘুরেও সমাধান পাচ্ছেন না অনেকে। বিপাকে পড়েছেন জায়গা জমির মালিকরা। বাঁধাগ্রস্ত হচ্ছে দলিল সম্পাদনের কাজ। থমকে আছে সরকারের রাজস্ব আয়। দীর্ঘদিন ঘুরে খারিজ না পেয়ে নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। তারপরও খারিজ না পাওয়ার অভিযোগ রয়েছে। সরজমিনে ঘুরে ও সহকারি কমিশনারের কার্যালয় সূত্র জানায়, বর্তমানে ক্রয়কৃত ও যৌথ মালিকানার কোন সম্পত্তি নাম খারিজ ছাড়া ক্রয়-বিক্রয় হয় না। তাই পুর্বের তুলনায় নাম খারিজের আবেদনের সংখ্যা বেশী। সরাইলে গত এক বছরেরও অধিক সময় ধরে খুবই ধীর গতিতে চলছে নাম খারিজের কাজ। এতে করে ফাইল ঝটলা বেধেঁছে উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে। স্থানীয় ভাবে চাপে রয়েছেন ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বে নিয়োজিত উপসহকারি ভূমি কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে ২/১ কর্মকর্তা বলেন, আমরা ছোট চাকরি করি। চাকরি হারানোর ভয়ে অনেক বিষয় জানলেও বলতে পারি না। তবে সম্প্রতি আমাদের নাম খারিজের নথির কাজ চলছে খুবই ধীর গতিতে। আর সহকারি কমিশনার (ভূমি) ছুটিতে থাকায় গত মাসাধিক সময় ধরে তো আগের কাজ গুলো একেবারেই বন্ধ। ভুক্তভোগীরা জানায়, নাম খারিজের কাজ বন্ধ থাকায় অনেক সমস্যা হচ্ছে। ঋণ পরিশোধ, জরূরী চিকিৎসা, বিদেশ যাওয়া, বিয়ে-শাদী, ছেলে মেয়ের স্কুলের বেতন প্রদান ও ব্যবসা-বাণিজ্য আটকে যাচ্ছে। টাকার অভাবে অনেক কৃষকের চলমান ইরি বোরো ধান চাষ ব্যাহত হচ্ছে। ফলে মহাজনী সুদের ঘেরাকলে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরাইল সদর ইউনিয়নের আবু তাহেরের ছেলে প্রবাসী আবদুল জব্বার (৩৫)। ২০২০ সালের ২৫ মার্চ ৩ শতক ভিটে বাড়ি খতিয়ান থেকে নাম খারিজের আবেদন করেছিলেন। মোকদ্দমা নম্বর-৫৫/২০২০। ৩ মাস ঘুরে ওই আবেদনের কোন ফয়সালা পাননি তিনি। অবশেষে চলে গেছেন কর্মস্থলে। জব্বারের আপন বড় বোন হারিফা বেগম (৪০) গত বছরের ২২ ডিসেম্বর এ বিষয়ে প্রতিকার চেয়ে নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। গত কোরবাণীর ঈদের আগে নাম খারিজের আবেদন করে আদৌ কোন সমাধান পাননি টিঘর গ্রামের গেদু মিয়ার ছেলে দিলু মিয়া (৫৫)। মোকদ্দমা নম্বর-৪৬/২০২০। গত ২৮ ডিসেম্বর তিনি এ বিষয়ে নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। আবেদনের ৫ মাস পর খারিজ না পেয়ে মৌখিক ভাবে নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন কালিকচ্ছ ইউনিয়নের ইউপি সদস্য অরবিন্দ। দীর্ঘদিন পরও খারিজের কোন নিস্পত্তি না পাওয়ার বিষয় নিয়ে গত আইন শৃঙ্খলা সভায়ও আলোচনা হয়েছে। সরাইল উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, গত ১-দেড় বছরে নাম খারিজ নিস্পত্তির পরিমাণ খুবই কম। সহস্রাধিক আবেদন আটকে আছে। ঘটনাটি অতীতের অনেক রেকর্ডকে পেছনে ফেলেছে। মানুষ অনেক হয়রানি ও কষ্টের মধ্যে আছে। অনেক গুরূত্বপূর্ণ কাজ করতে পারছে না। খারিজ ছাড়া দলিলও হয় না। ফলে দলিল সম্পাদনের পরিমাণও আগের তুলনায় অনেক কমে গেছে। সরকার রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, আমি যোগদানের পর আসা আবেদন গুলো দেখছি। সহকারি কমিশনার (ভূমি) ছুটিতে আছেন। তিনি যে নম্বর গুলো ফেলে গেছেন সেগুলো তাঁকেই হবে। অন্য কেউ ওই কাজ গুলো করতে পারবেন না। তারপর কাগজপত্রে সমস্যা থাকলে খারিজ হয় না।