কুমিল্লার দক্ষিনাঞ্চল বানিজ্যিক নগরী বৃহত্তর লাকসামের পৌর শহরে আধুনিক প্রযুক্তিগত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান আপন জেনারেল হসপিটাল উদ্বোধন হয়েছে। সোমবার সকালে বনার্ঢ্য আয়োজনে বাইপাস এলাকায় আপোশ টাওয়ার ভবনে দোয়া ও মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হসপিটালটি উদ্বোধন হয়।
হসপিটালে সর্বত্তোম আধুনিক স্বাস্থ্য সেবায় থাকছে কয়েক হাজার বর্গফুটের প্রতিটি ফ্লোরের নীচ তলায় সামনে গাড়ির বেইজমেন্ট পার্কিং, সয়ংক্রিয় লিফ্ট, ভিআইপি কেবিন, অক্সিজেন, অপারেশন থিয়েটার, আল্ট্রাসনোগ্রাফি, ডিজিটাল এক্সরে এন্ডোসকপি, ইসিজি সাপোর্ট,এম্বোল্যান্স, হৃদরোগ, মেডিসিন শিশু, গাইনী চিকিৎসা ক্ষেত্রে দেশ সেরা অভিজ্ঞ চিকিৎসক চেম্বার, দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যের প্যাকেজ চিকিৎসা সেবাসহ উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম।
এছাড়া থাকছে পাওয়ারফুল জেনারেটর, নিরাপত্তায় সিসি ক্যামেরা,অটো এনালাইজার, আধুনিক পোষ্ট অপারেটিভ রুম, নবজাতকের ফটোথেরাপী ও বেবি ওয়ার্মার। এ ছাড়া বহিঃ বিভাগ /আন্তবিভাগ, প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, গর্ভবর্তী মহিলাদের মেডিকেল চেকাপ, বিদেশগামীদের মেডিকেল চেকআপ, ২৪ ঘন্টা জরুরী বিভাগ, ২৪ ঘন্টা ফার্মেসী সেবা, শপিং মল, ইমাজেন্সি ইউনিট, অভ্যর্থনা কক্ষ, দেশের বেশ কয়টি সুনামধন্য হসপিটালের সাথে সার্বক্ষনিক অনলাইন কনসালটেন্সি, আইসিও সাপোর্ট, কেবিনে ইসিজি মনিটর, ফ্যামিলি কেবিনে পারিবারিক ভিআইপি সরঞ্জামসহ নার্স এর সার্বিক তত্বাবধানে চিকিৎসা সেবা।
উদ্বোধনী অনুষ্ঠানে হসপিটালের চেয়ারম্যান আলহাজ¦ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এবং পরিচালক মো: নেছার উদ্দিন সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. আবদুল আলী, সাবেক কাউন্সিলর আবদুল আলিম দিদার, হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সার্জারী বিশেষজ্ঞ ডা: এসএম মাহমুদুর রহমান সোহাগ, পরিচালক মো: মহসিন মজুমদার, পরিচালক মাও: মো: সফি উল্লাহ, পরিচালক ইঞ্জি. দেলোয়ার হোসেন, ব্যবসায়ী নূর মোহাম্মদ, মোঃ শহিদ উল্লাহ ভ’ঁইয়া, নুরুল ইসলাম মিন্টু, সোহেল রানা সোহাগ, মাও. গোলাম সরওয়ার, মাও. মিজানুর রহমান, হাফেজ মোঃ সাইফুল্লাহ, মোঃ শাহজাহান, মোঃ রুস্তম আলী, জিয়াউল আফসার, মাও. শাহাদাত করিম, মাও. রফিকুল হোসেন প্রমুখ।