খুলনা জেলার দিঘলিয়ার হাজিগ্রাম এলাকায় আতাই নদীর তীরে গড়ে তোলা ইট ভাটার মালিকদের নানাবিধ
কর্মকা-ের কারণে স্থানীয় সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। যে কারণে যানবাহনসহ লোকজনের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দিঘলিয়ার হাজিগ্রাম এলাকার আতাই নদীর তীরবর্তী এলাকায় আলহাজ¦ খান মজলিস-এর কেবিএম ও পারভেজ হোসেন- এর সান ব্রিক্স নামক দু'টি ইটভাটা রয়েছে। ওই ইটভাটা দু'টি দীর্ঘ কয়েক বছর যাবত মাটি ক্রয় ও অবৈধভাবে আতাই নদীর চরের মাটি কেটে ইট তৈরি করে বিক্রয় করছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ওই ইটের ভাঁটা দুটির ইট বহনকারী ভারি ট্রালির যাতায়াতের কারণে হাজীগ্রাম বেলে ঘাট হইতে বাইশোর মার খেয়া ঘাট পর্যন্ত আনুমানিক প্রায় ৪ কিঃ মিঃ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি ওই ইটভাটা দু'টির ইটের মূল্য অন্যান্য ভাটার থেকে তুলনামূলক দাম বেশি বলে অভিযোগ এলাকাবাসীর। সরেজমিনে গিয়ে জানা যায়, ওই ইটভাটা দু'টির বিরুদ্ধে একাধিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে হাজীগ্রাম ৩নং ওয়ার্ড- এর ইউপি সদস্য মোঃ সালাম শেখ এ প্রতিবেদককে জানান, ওই ইটভাটা দুটির মাত্রাতিরিক্ত মূল্যে ইট বিক্রয় ও আতাই নদীর চরের মাটি কেটে ইট তৈরি করা হয়। এ বিষয়ে দিঘলিয়া উপজেলা ভ্যান শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক আশরাফ খামারী বলেন, দীর্ঘদিন যাবৎ ওই সড়ক দিয়ে ভারি ইট বোঝায় ট্রালি চলাচলের কারণে সড়কটি ব্যবহার অনুপযোগী হয়েছে পড়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে স্থানীয় লোকজন বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও আশানুরূপ কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি। কারণ জানতে চাইলে স্থানীয় জনগণ জানান, ওই এলাকার কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ইট ভাঁটা দুটির মালিক পক্ষ নির্বিঘেœ তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় স্থানীয় ভুক্তভোগীজনসাধারণ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের প্রতিকার চেয়ে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।