এ.এস. এম মাঈন উদ্দিন পিন্টু। যিনি চরহাজারীতে চমক সৃষ্টি করেছেন। ইতোমধ্যে আলোচিত হয়েছেন নিজ কর্মগুণেই। হাজার-হাজার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জনপ্রতিনিধি না হয়েও কিভাবে মানুষের পাশে থাকা যায়; তার উদাহরণও তিনি দেখিয়েছেন। সুন্দর ব্যবহার, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ এবং সব সময় মানুষের সুখে-দুখে পাশে দাঁড়ানোর কারণেই তাঁর পরিচিতি এখন গোটা কোম্পানীগঞ্জেও রয়েছে। বহু গরীব মেয়ের বিয়েতে এবং দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিয়ে আসছেন তিনি। কিছু পাওয়ার জন্য নয়; বরং মানুষকে সহযোগিতা করার পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। সমাজের অবহেলিত মানুষগুলো তাঁর কাছেই ছুটে আসেন। তিনিও কারও বিপদে বসে থাকেন না। মানুষের সেবা করতে পারলেই তাঁর মনে বড় আনন্দ। আবার কারও সমস্যা হলে তিনি নিজের সমস্যা মনে করে সমাধান করার চেষ্টা করেন। এক কথায় ‘মানুষ মানুষের জন্য’ এটা তিনি এলাকায় নিজকে দিয়েই প্রমাণ করেছেন। সমাজ আরো আলোকিত করার জন্য তাঁর অনেকগুলো চেষ্টা চলছে। সবকিছু মিলিয়ে তিনি মানুষের মাঝে বেঁচে থাকতে চান বহু বছর। স্থানীয় এলাকাবাসী জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবু ছায়েদের সন্তান এ.এস. এম মাঈন উদ্দিন পিন্টু। তিনি পিতার আদর্শ লালন করে দীর্ঘদিন মানুষের সেবায় নিয়োজিত আছেন। গরীবের বন্ধু পিন্টুর পিতা আবু ছায়েদ চেয়ারম্যান মৃত্যুর পূর্ব পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিন বার ইউপি চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। তিনি জীবিত থাকাকালীন অসংখ্য মানুষকে সহযোগিতা করেছেন। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। মসজিদণ্ডমাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্বক সহযোগিতা করেছেন আবু ছায়েদ চেয়ারম্যান। সেই পিতার প্রতি জোরালো সম্মান জানিয়ে বিগত ২০১৩ সালে ‘আবু ছায়েদ জাহান’ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন মাঈন উদ্দিন পিন্টু। এই ফাউন্ডেশনের তিনি চেয়ারম্যান। সেই ফাউন্ডেশনের ব্যানারেই তিনি মুলত নানা ধরণের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এছাড়াও অনেক গুলো সেবামূলক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। বিগত ২০০২সালে তিনি মাষ্টার্স পাস করেন। এরপর ঢাকায় ব্যবসা শুরুর মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ২০০৮সালে আমেরিকায় গমন করেন তিনি। ওই বছর থেকেই চরহাজারীবাসীর পাশে দাঁড়ান তিনি। বছরে ৩ থেকে ৪ বার আমেরিকা থেকে দেশে ছুটে আসেন তিনি। একটানা মানুষের সেবামূলক কাজে সময় অতিবাহিত করেন তিনি। দরিদ্র মানুষদের মাঈন উদ্দিন পিন্টু একজন যোগ্য অভিভাবক হিসেবেও অনেক ক্ষেত্রেই দায়িত্ব পালন করছেন।
সূত্র জানায়, সমাজে দানবীর হিসেবে পরিচিত এই পিন্টু চরহাজারী ইউনিয়নের দরিদ্র এবং মেধাবী এস.এসসি ও দাখিল পাশ প্রতি বছর ৪০জন শিক্ষার্থীদের কলেজে পড়ার যাবতীয় ব্যয় বহন করছেন। প্রতিটি ওয়ার্ডে গরীব মেয়ের বিয়ে, অসুস্থ্যদের চিকিৎসা এবং বেকারদের বিদেশ গমনে আর্থিক অনুদান দিয়ে আসছেন তিনি। এভাবে কয়েক কোটি টাকা বিগত সময়ে তিনি সমাজের মানুষের কল্যাণে ব্যয় করেছেন। প্রবাসে কষ্টের মাধ্যমে আয় করা অর্থ শুধু গরীব-দুখী নয়; বিভিন্ন প্রতিষ্ঠানেও দান করে আসছেন তিনি। কেউ সহযোগিতা চেয়ে খালি হাতে ফিরতে হয়নি। বিদেশ থাকলেও তিনি লোকজনের মাধ্যমে খবর নিয়ে দরিদ্রদের সহযোগিতা করছেন। এমন সহযোগিতা চাওয়ার কারণে তিনি কারও প্রতি কখনো বিরক্ত হননি বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। শুধুমাত্র মানুষকে ভালবেসে বছরের পর বছর এভাবে সমাজে সুবিধা বঞ্চিত মানুষদের যাবতীয় কল্যাণে তিনি কাজ করছেন। সকালে ঢাকার শীর্ষ অনলাইন নিউজ এজেন্সি এফএনএসের এই প্রতিনিধিকে মাঈন উদ্দিন পিন্টু বলেন, আমি নি:স্বার্থভাবে মানবকল্যাণে কাজ করছি। মানুষের অভাব দেখে আমি কখনো সহ্য করতে পারিনা। আমি সুখে থাকবো; আর আমার এলাকার মানুষ না খেয়ে না পরে থাকবেন তা হতে পারেনা। আল্লাহ রাব্বুল আলামীন আমাকে যে সম্পদ দিয়েছেন তাতে জনগণের অধিকার আছে। সেই সম্পদ থেকেই মানুষের জন্য আজীবন ব্যয় করে যাব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারে নির্বাচনে আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। পাইনি তাতে মনে ব্যথা পাইনি। বরং দলের জন্য আন্তরিকভাবে কাজ করবো। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করি। বসুরহাট পৌর সভা নির্বাচনে সুষ্ঠুভোটে আবদুল কাদের মির্জা ৪র্থবারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। এতে প্রমাণিত হয়; জনগণ তাঁকে খুব ভালবাসেন এবং পছন্দ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার নিরলস চেষ্টার কারণে কোম্পানীগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। সামনেও হবে। এজন্য আমি তাঁদেরকে আন্তরিকভাবে সম্মান প্রদর্শন ও দোয়া করছি। একইভাবে গণমাধ্যমের মাধ্যমে সবার কাছে দোয়া চাই, যাতে আমৃত্যু মানুষের সেবা করে যেতে পারি।