নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা নির্বাচনে শনিবার সকাল ৮টা থেকে একযোগে সব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। সব কেন্দ্রে ভোটারদের উপিস্থিতি ছিল উপঁেছপড়া। সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় কয়েক শ সদস্য মাঠে ছিল।
দুর্গাপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলা উদ্দিন আলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ¦ জামাল উদ্দিন মাষ্টার। ইসলামি আন্দোলন বাংলাদেশ মো. আঃ মান্নান হাতপাখা প্রতীকে ১,২৩১ ভোট ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির শামছুল আলম খান কাস্তে প্রতীকে ৫৪৪ ভোট পান। শনিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আটটা ৩২ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ঘোষণা দেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানা শিরিন। তিনি জানান, নৌকা প্রতীকে আলা উদ্দিন পেয়েছেন ১১,১২৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামাল উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৮৯৯ ভোট।
সংরক্ষিত কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডেই জয় পেয়েছেন ১.২.৩ নং ওয়ার্ডে মানসুরা বেগম ১,৬০৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দী ঝর্না বেগম ১,৫০৫ ভোট, ৪.৫.৬ নং ওয়ার্ডে আফরিন জাহান বিউটি ১৫৭৫ ভোট,নিকটতম প্রতিদ্বন্দী ১,৫১৪ ভোট, ৭.৮.৯ নং ওয়ার্ডে অমলা বেগম ১,৯৬২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দী সুভাসিনি রংদী ১,২৯০ ভোট। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আকরাম খান ৯২৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আল-আমিন ৫০৯ ভোট। ২নং ওয়ার্ডে শেখ.আল আমিন ৬৮৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি মাজহারুল ৫৮০ ভোট। ৩ নং ওয়ার্ডে মশিউজ্জামান বাদল ৮৭০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি স্ট্যালিন ২৫১ ভোট। ৪নং ওয়ার্ডে এস.এম কামরুল হাসান জনি ৪৮৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি রমজান হোসেন ১৯৫ ভোট। ৫নং ওয়ার্ডের মো. ইব্রাহিম খলিল টিপু, নিকটতম প্রতিদ্বন্দ্বি ৯৬৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি মতিউর রহমান ৯৪১ ভোট। ৬নং ওয়ার্ডে মো. মানিক মিয়া ৭৫৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আসাদুজ্জামান ৭১৩ ভোট। ৭নং ওয়ার্ডে মো. এমরোজ হোসেন ৭৫৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি বিপ্লব রেমা ৪৬২ ভোট।৮নং ওয়ার্ডে আবদুর রাশিদ ৮৭২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি ইদ্রিস আলী ৫১৭ ভোট। ৯নং ওয়ার্ডে মো. সাচ্চু মিয়া ৬৫৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি দিলীপ কুমার ৪৪৯ ভোট পেয়েছেন। নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচন নির্বিঘেœ সম্পন্ন করতে মাঠে ছিলেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ সদস্য, বিজিবি, র্যাব, পুলিশের রিজার্ভ টিম ও ৮১ জন আনসার সদস্য মোতায়েন ছিল পুরো নির্বাচনী এলাকায়। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯,২২৪ ভোট বেশী পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতিকের আলা উদ্দিন আলাল।