৩০ জানুয়ারি খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে সেলিম জাহাঙ্গীর বিপুল ভোটে জয়ী হয়েছেন। এ নিয়ে পর পর তিনবার পাইকগাছা পৌরসভায় পৌর পিতা হলেন তিনি। একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিপিবি মনোনীত অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল কাস্তে প্রতীকে ভোটযুদ্ধে অংশগ্রহণ করেন। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ৭৪ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন অফিস সূত্রে (শনিবার রাত ৯টা) বেসরকারি ফলাফলে নির্বাচনে মেয়র পদে আওয়ামী মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৩৬৫ ভোট পেয়ে তৃতীয় বারের মত নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাস্তে প্রতীকের প্রশান্ত কুমার মন্ডল ১ হাজার ৬২৩ ভোট পেয়েছেন। পৌরসভায় মোট ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৪ হাজার ৪শ’ ৩১ জন। পুরুষ ৭ হাজার ৭৩ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৩ শত ৫৮ জন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলরা হলেন (১, ২ ও ৩নং ওয়ার্ডে) রাফেজা খানম ১১৫৭ ভোট। (৪, ৫ ও ৬নং ওয়ার্ডে) কবিতা রাণী দাশ ৩১২৫ ভোট (পুনঃনির্বাচিত) ও (৭, ৮ ও ৯নং ওয়ার্ডে) আসমা আহম্মেদ ১৭৩০ ভোট (পুনঃনির্বাচিত)। ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আলাউদ্দীন গাজী পুনরায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর হলেন, ২নং ওয়ার্ডে অহেদ আলী গাজী ৩৯২ ভোট, (পুনঃনির্বাচিত), ৩নং ওয়ার্ডে আবদুল গফফার মোড়ল ৬৩৫ভোট, ৪নং ওয়ার্ডে এস.এম. তৈয়েবুর রহমান ৯৭৭ভোট (পুনঃনির্বাচিত), ৫নং ওয়ার্ডে রবিশংকর মন্ডল ৮৫৯ ভোট (পুনঃনির্বাচিত), ৬নং ওয়ার্ডে কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ ৫০১ ভোট (পুনঃনির্বাচিত), ৭নং ওয়ার্ডে শেখ মাহবুবুর রহমান রঞ্জু ৩৮৭ ভোট (পুনঃনির্বাচিত), ৮নং ওয়ার্ডে ইমরান হোসেন সরদার ৩৮২ ভোট ও ৯নং ওয়ার্ডে এস.এম. ইমদাদুল হক ৭২৮ (পুনঃনির্বাচিত)। মেয়র পদে অসুস্থতারর কারণ দেখিয়ে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি প্রার্থীতা প্রত্যাহার করেন। এর ফলে ২জন মেয়র ও কাউন্সিলর সহ মোট ৪৭ জন প্রার্থীপ্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য ১৯৯৭ সালে পাইকগাছা পৌরসভা গঠণের পর প্রথম বারের মত মেয়র নির্বাচিত হন এসএম মাহাবুবুর রহমান (মাহবুর চেয়ারম্যান), দ্বিতীয় বার আবার ও নির্বাচিত হন তিনি। এরপর মেয়রের অসুস্থতাজনিত কারণে ভারপ্রাপ্ত মেয়র হিসবে দায়িত্ব গ্রহণ করেন প্যানেল মেয়র শেখ কামরুল হাসান টিপু। ২০১১ সালের নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচিত হন সেলিম জাহাঙ্গীর। জয়ের ধারা অব্যাহত রেখে ২০১৬ সালে নির্বাচনে আবারও নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০২১ সালের ৩০ জানুয়ারি নির্বাচনে সেলিম জাহাঙ্গীর টানা ৩য় বারের মত আবারও পৌরপিতা হলেন।
প্রতিটি কেন্দ্রে আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। নির্বাচনে রিটার্ণিং অফিসারের দায়িত্ব পালন করেন খুলনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম. মাজহারুল ইসলাম। ইউএনও খালিদ হোসেন সিদ্দীকি, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম ও ওসি এজাজ শফী অসাধারণ একটা নির্বাচন উপহার দেয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছেন।