ঝিনাইদহে ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অফিস সহায়কদের ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে।
রোববার দিনব্যাপী শহরে ইসলামিক ফাউন্ডেশেন মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
এসময় ভূমি সেবা নিতে আসা ব্যক্তিদের সেবার মান আরও উন্নত করতে অফিস সহায়কদের প্রশিক্ষণ প্রদাণ করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল হামিদ খান, সহকারী কমিশনার ভূমি খান মো: আব্দুল্লা আল মামুন। দিনব্যাপী কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ২৫ জন অফিস সহায়ক অংশগ্রহণ করেন।