পটুয়াখালীর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মরহুম নুর বাহাদুর তালুকদারের জীবন ও কর্ম নিয়ে রচিত ‘কলাপাড়ার কিংবদন্তী নুর বাহাদুর তালুকদার’ স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন ও নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এমবি কলেজ চত্বরে নুর বাহাদুর তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল আলম।
সভায় শিক্ষক, সমাজকর্মী, ক্রীড়াবিদ নুর বাহাদুর এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা গাজী মিজানুর রহমান, প্রবীন আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, আওয়ামী লীগ নেতা মো. ফজলুল হক শানু সিকদার, সুশীল সমাজ প্রতিনিধি কমরেড নাসির তালুকদার, আঃ ছত্তার বিশ্বাস, মেজর তানজিল নুর ও তারেক আমান সুমন তালুকদার।
আলোচনা করেন মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ প্রভাষক জুলিয়া নাসরীন, ওবায়দুল হক শানু, প্রভাষক নেছারউদ্দিন আহমেদ টিপু, খেপুপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুরাইয়া নাসরীন প্রমুখ।
সভায় স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধি, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ,প্রিয় শিক্ষকের ছাত্র-ছাত্রী ও এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে কলাপাড়ার কিংবদন্তী নুর বাহাদুর তালুকদার স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথি বৃন্দ।
কলাপাড়ায় কোন ব্যক্তিকে নিয়ে লেখা এটাই প্রথম স্মারক গ্রন্থ্য। মরহুম শিক্ষকের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী ছাড়াও তার স্বজন, বন্ধু, রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও সুশীল সমাজের লোকজনের লেখা স্থান পায় এই গ্রন্থে।
স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কলাপাড়ার শিক্ষা এ্যাম্বাসাডার হিসেবে স্বাগত বক্তব্য রাখেন চতুর্থ শ্রেণির ছাত্রী রুবিনা।