রংপুরের পীরগঞ্জ উপজেলার নিয়ম বহির্ভুত ভাবে গড়ে উঠা অর্ধ শতাধিক অবৈধ ইট ভাটায় কৃষি জমির টপ সয়েল ব্যবহার ও জ¦ালানী হিসেবে কাঠ খড়ি পোড়ানো অব্যহত রয়েছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কার্যত আশানুরূপ কোন পদক্ষেপ গ্রহন করেনি। যে কারণে প্রশাসনের ভুমিকা নিয়ে এলাকাবাসী অনেকটাই ক্ষুব্ধ। তারা জানেন না নিয়ম বহির্ভুত অবৈধ ইট ভাটাগুলো বন্ধে প্রশাসন কবে নাগাদ প্রয়োজণী পদক্ষেপ গ্রহন করবেন ? সরেজমিন ঁেখাজ নিয়ে জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় যে ৫০টির মত অবৈধ ইট ভাঁটা রয়েছে। এর মধ্যে টুকুরিয়া ও চৈত্রকোল এই দুই ইউনিয়নেই রয়েছে ২৫ টি। এই ২৫ টি ভাঁটা ওই এলাকার পরিবেশে মারাতœক বিরুপ প্রভাব ফেলছে। দুই ইউনিয়নের অর্ধলক্ষ মানুষ মারাতœক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। ইতোমধ্যে অনেকেই শ্বাসকষ্টসহ নানারোগে ভুগছেন। এদিকে কুমেদপুর ইউনিয়নের প্রত্যন্ত জনপদ কাঞ্চনপুর গ্রামেই রয়েছে ৪ টি। যেখানে এ ভাটাগুলোর অবস্থান, সে গ্রামটি সংলগ্ন রয়েছে সহ¯্রাধিক হেক্টর উর্বর কৃষি জমি। গ্রামটির মাঝ দিয়ে চলে গেছে গুর্জিপাড়া কুমেদপুর পাকা রাস্তা। কাঞ্চনপুর-কুমেদপুর রাস্তা সংলগ্ন ২’শ মিটারের মধ্যে গড়ে উঠেছে ওই ৪ টি ইট ভাটা। যে ভাঁটা গুলোর চিমনি দিয়ে অনবরত নির্গত হচ্ছে ধুয়া। এ ধুয়ার প্রভাব পড়ছে পুরো গ্রাম ও ফসলী জমিতে। ভাটাগুলোতে কয়লার অস্তিত্ব বিদ্যমান থাকলেও সে গুলোর খুবই কম পরিমান পোড়ানো হচ্ছে। কয়লার পরিবর্তে নিয়ম বহির্ভুত ভাবে নির্বিঘেœ পোড়ানো হচ্ছে কাঠ খড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক ভাঁটা ৪ টির কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, এগুলোতে প্রতিদিন প্রায় ৫ শ’ মন জ¦ালানী কাঠ খড়ি পোড়ানো হচ্ছে। অপরদিকে ভাঁটা ৪ টি রাস্তা সংলগ্ন হওয়ার কারণে স্তুপাকার করে রাখা হয়েছে মাটি। এ মাটি ছড়িয়ে পড়েছে রাস্তায়। রাস্তাটিতে প্রতিনিয়ত চলছে হালকা ও ভারী যানবাহন। এতে করে ভাঁটা সংলগ্ন রাস্তাটিতে ধুলোয় সার্বক্ষণিক অন্ধকারাচ্ছন্ন থাকছে। এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া ভাঁটা সংলগ্ন ও পাশর্^বর্তী কৃষি জমি থেকে যেভাবে টপ সয়েল কর্তন করে ভাটায় নিয়ে আসা হচ্ছে এতে ওই এলাকার কৃষি উৎপাদন অনেকটাই হুমকীর মুখে পড়েছে। গত বুধবার পরিবেশ অধিদপ্তর এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার এর নেতৃত্বে পীরগঞ্জের ক’টি অবৈধ ইঁটভাটায় অভিযান চালানো হলেও এ ভাঁটা ৪ টিতে অভিযান চালানো হয়নি। ওই অভিযানের পর এলাকাবাসী অনেকটাই নিরাশ হযেছে। তারা এলাকার কৃষি উৎপাদন ও পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষে এ ভাঁটা ৪ টিসহ অন্যান্য ভাটাগুলোর ব্যাাপারে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।