হাতিয়ার ভাসানচরের উন্নত সুযোগ-সুবিধার কথা জেনেই দলে দলে ভাসানচরে আসতেছে রোহিঙ্গারা। ভাসানচরে বর্তমানে অবস্থানরত রোহিঙ্গা আত্মীয় স্বজনের মাধ্যমে জানার পর ভাসানচরে আসতে আগ্রহ প্রকাশ করে তারা। ফলে তাদের তালিকা করে ক্রমান্নয়ে ভাসানচরে নেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকার ভাসানচরের রোহিঙ্গাদের জন্য উন্নত বসবাস, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, বিনোদন, হাঁস-মুরগি পালনসহ নানা সুযোগ সুবিধা নিশ্চিত করেছে।
তারি ধারাবাহিকতায় ক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তৃতীয় দফার দ্বিতীয় দিনে আরও ১৪৬৪ রোহিঙ্গা ভাসানচরে এসে পৌঁছে। এদের মধ্যে পুরুষ ৩৪৭ জন,মহিলা ৪০৫ জন এবং ৭১২ জন শিশু রয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব সংলগ্ন জেটি থেকে নৌবাহিনীর ৪টি জেটি জাহাজযোগে এই রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে শনিবার দুপুর ২টায় তারা ভাসানচরে এসে পৌঁছে। এর আগে শুক্রবার তৃতীয় দফার প্রথম দিনে ভাসানচরে পৌঁছেন ১৭৭৬ জন রোহিঙ্গা।
এর আগে শুক্রবার বিকেলে উখিয়া থেকে এই রোহিঙ্গাদের বাসযোগে পতেঙ্গার শাহিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত নৌবাহিনীর অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের রাতের খাবার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই ক্যাম্পে। এরপর সকালে ভাসানচরের উদ্দেশ্যে তাদের জাহাজে তোলা হয়।
নৌবাহিনীর কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী এমন রোহিঙ্গা সদস্যদের তালিকা করে তাদের ভাসানচরে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্তৃপক্ষ। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ তৃতীয় দফার দ্বিতীয় দিনে আরও ১৪৬৪ জন রোহিঙ্গা সদস্যকে নৌবাহিনীর জাহাজযোগে ভাসানচরে পৌঁছে দেওয়া হয়েছে।
ভাসানচরে দায়িত্বরত এপিবিএন পুলিশের এএসপি রতন দাস গুপ্ত জানান, ভাসানচরে এসে সুন্দর পরিবেশ দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে রোহিঙ্গারা।
গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন এবং দ্বিতীয় ধাপে ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা সদস্য স্বেচ্ছায় ভাসানচরে গেছে। শুক্রবার তৃতীয় দফার প্রথম দিনে গেছে ১৭৭৬ জন। এর আগে মালয়েশিয়া যাওয়ার পথে সমুদ্র উপকূলে আটক আরও ৩০৬ জন রোহিঙ্গাকে সেখানে নিয়ে রাখা হয়। এ নিয়ে মোট ৬ হাজার ৯৯২ জন রোহিঙ্গা ভাসানচর অবস্থান করছে।
সরকারি তথ্য অনুযায়ী, রোহিঙ্গা স্থানান্তরের জন্য নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রায়ন প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। সেখানে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা। আগে আশ্রয় নেয়াসহ বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন।