ঠাকুরগাঁওয়ের হরিপুরে কর্মরত সাংবাদিকদের সংগঠন হরিপুর রিপোর্টার্স ইউনিটির ১ম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার দুপুর ১২টায় হরিপুর প্রেসক্লাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
পরে হরিপুর প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল। বিশেষ অতিথি ছিলেন ৫নং হরিপুর সদও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মংলা।
সংগঠনের সভাপতি সংগঠনের কবিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হরিপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা, সাধারণ সম্পাদক আবদুর রশিদ ও সিনিয়র সাংবাদিক আল মামুন চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নবীন-প্রবীণ সাংবাদিকের অংশগ্রহণে আনন্দমুখর এ অনুষ্ঠানে ইউনিটির সদস্যরা ছাডাও অংশ নেন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টু, সাধারণ সম্পাদক আঃ লতিব লিটু, অর্থ সম্পাদক ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল প্রমুখ।