সরাইলে মাসিক আইন শৃঙ্খলা সভার সিদ্ধান্তকে অমান্য করে প্রধান সড়কে এখন সিএনজি চালিত অটোরিকশার ষ্ট্যান্ড। নিয়মিত চলছে সিরিয়াল দেওয়া চাঁদা উত্তোলনের কাজ। ফলে যানজটে নাকাল এখন সরাইলবাসী। চরম দূর্ভোগে পড়েছেন সড়কের দু’পাশের ব্যবসায়ি, পথচারী ও শিক্ষার্থীরা। যানজটের প্রতিবাদে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধনও করেছেন। গত ৮ বছর ধরে আইনশৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হলেও ফলাফল শুন্য। উপজেলা পরিষদ ও ভুক্তভোগীরা জানায়, সরাইল সদরের হাসপাতাল মোড় থেকে প্রাত:বাজার ব্রীজ পর্যন্ত প্রধান সড়কটির প্রস্থ কোথাও ১০ কোথাও ১২ ফুট। এরপর রয়েছে পাশের দোকানদারদের মালামালের দখল। পথচারীদের চলাচলে খুবই কষ্ট হয়। এরপর ২০১০ খ্রি. থেকে এ সড়কে দাঁড়িয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইচ্ছেমত যাত্রী ওঠানামা করছেন অটোরিকশা চালকরা। পরবর্তীতে যুক্ত হয়েছে নতুন প্রযুক্তির ব্যাটারি চালিত অটোরিকশা। প্রধান সড়কের বকুল তলায় একসময় তারা মনগড়া মত ষ্ট্যান্ড করে ফেলেন। প্রশাসন ও বাজার কমিটির সিদ্ধান্ত অমান্য করে যখন তখন প্রবেশ করে ইন্টার ডিষ্ট্রিক মালবাহী ট্রাক। সব মিলিয়ে সকাল ৯টার পরই বালিকা বিদ্যালয় থেকে উপজেলা প্রশাসনের প্রধান ফটক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। মাত্র ৬শত মিটার জায়গা পাড় হতে সময় লাগে ৪০-৫০ মিনিট। অনেক সময় রোগী বহনকারী এম্বোলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি আটকে পড়ে দীর্ঘ সময়। জনস্বার্থে এই যানজট নিরসনে ২০১৩ খ্রি. থেকে গত ৮ বছর ধরে মাসিক আইনশৃঙ্খলা সভায় এ বিষয়ে আলোচনা হয়ে আসছে। সড়ক যানজট মুক্ত করতে সিদ্ধান্ত হয়েছে অর্ধশতাধিক বার। তৎকালীন নির্বাহী কর্মকর্তাগণ কয়েক দফা আলোচনা করেছেন অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে। এ সড়কের উপর অটোরিকশার যাত্রী নামবে, ওঠবে না। বিভিন্ন শর্তে লিখিত কাগজে প্রাত:বাজার ষ্ট্যান্ডের নেতৃবৃন্দ স্বাক্ষরও করেছেন। গত ১০-১২ দিন ধরে সড়কের চিত্র পাল্টে গেছে। বকুল তলায় প্রধান সড়কে গড়ে ওঠেছে স্থায়ী ষ্ট্যান্ড। খাতা নিয়ে তালিকা করে সিরিয়ালের সাথে প্রত্যেক সিএনজি থেকে ২০ টাকা করে উত্তোলন করছেন কয়েকজন যুবক। ২৭ জানুয়ারি আইনশৃঙ্খলা সভায় উপজেলা চেয়ারম্যান সড়কের সিরাজুল ইসলাম অডিটোরিয়াম থেকে অন্নদা স্কুলের মোড় পর্যন্ত সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা সহ কোন যানবাহন না দাঁড়ানোর ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি। কিন্তু পরের দিন থেকে সড়কে আরো বেপরোয়া হয়ে পড়ে সিএনজি চালকরা। সমগ্র সড়ককেই তারা ষ্ট্যান্ডে পরিণত করেছেন। যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট তৈরী করছেন। মাঝে মধ্যে ইউনিয়ন পরিষদের সামনের জায়গাকেও ষ্ট্যান্ডে পরিণত করছেন তারা। চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারী লোকজনকে। নাম প্রকাশ না করার শর্তে বকুল তলা এলাকার একাধিক ব্যবসায়ি বলেন, নির্যাতনের মধ্যে আছি। ভয়ে মুখ খুলি না। এভাবে সিএনজি, চালক, সিগারেটের ধূঁয়া ও যাত্রীদের ওঠানামা থাকলে কাষ্টমার আসে? ব্যবসার ১২টা বেজে গেছে। সমাধান কি ভেবে পাচ্ছি না। প্রাত: বাজার ষ্ট্যান্ডের সম্পাদক মো. রাশেদ মিয়া বিভিন্ন শর্তে স্বাক্ষর দেওয়ার কথা স্বীকার করে বলেন, জীবন জীবিকার জন্য সড়ক যানজট মুক্ত রাখার শর্তে বকুল তলায় দুটি সিএনজি রেখে সিরিয়াল দেওয়ার জন্য একাধিক জনপ্রতিনিধি ও ইউএনও স্যারকে অনুরোধ করেছি। শৃঙ্খলা ঠিক রাখতে ১২ হাজার টাকা দিয়ে লোক রেখেছি। তারপরও সমস্যা হলে ব্যবস্থা নিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, আমার সাথে এখনো কোন শ্রমিক নেতার দেখাই হয়নি। আমি কাউকে চিনিও না। সড়কের উপর ষ্ট্যান্ড হতে পারে না। রোববার থেকে ব্যবস্থা নিব।