রেলের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি-অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়টি বহুল আলোচিত। বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হলেও সার্বিকভাবে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি কতটা বেড়েছে এটা এক প্রশ্ন। রেলের বিভিন্ন প্রকল্পে ধীরগতির বিষয়টিও আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। ঢাকা-টঙ্গী রেললাইনের যোগাযোগে সুবিধা বাড়ানো গেলে সারা দেশের রেল যোগাযোগে এর ইতিবাচক প্রভাব পড়বে। এটি বিবেচনায় রেখে কর্তৃপক্ষ অনেক আগেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। অথচ এ প্রকল্প বাস্তবায়নের গতি হতাশাজনক। জানা যায়, ঢাকা-টঙ্গী-নারায়ণগঞ্জ রেললাইনে প্রতি ৩ থেকে ৪ মিনিট পরপর ট্রেন পরিচালনার জন্য দুটি প্রকল্প নেওয়া হয়েছিল যথাক্রমে প্রায় এক যুগ ও ৭ বছর আগে। ২-৩ বছরের মধ্যে প্রকল্প দুটি শেষ করার কথা থাকলেও আজও তা হয়নি। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির ফলে বেড়েছে অর্থব্যয়ও। জানা গেছে, ওই রুটে শুধু লাইনের অভাবেই সিগন্যাল পেতে টঙ্গী এবং এর আশপাশে দুই অঞ্চল (পূর্ব ও পশ্চিমাঞ্চল) থেকে আসা বিভিন্ন ট্রেনকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। অথচ উল্লিখিত প্রকল্প দুটি সমাপ্ত হলে রেল যোগাযোগে আমূল পরিবর্তন আসত।
রাজধানী ও এর আশপাশে যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে গেলে দেশের অন্য কোনো এলাকার তুলনায় বাড়তি জটিলতা সৃষ্টি হতে পারে, এটি অস্বাভাবিক কিছু নয়। রেল যোগাযোগের মতো বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও নানা রকম জটিলতা সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও আন্তরিকতায় কোনোরকম ঘাটতি থাকলে এ ধরনের বড় প্রকল্পের জটিলতা দূর করতে সময় বেশি লাগবে, এটাই স্বাভাবিক। প্রকল্প দুটি কাক্সিক্ষত সময়ে শেষ করার জন্য অন্য যেসব কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন, তাদেরও সমস্যার সমাধানে দায়িত্বশীলতা ও আন্তরিকতায় পরিচয় দিতে হবে। কারণ এর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগে গতির বিষয়টি জড়িত। জানা যায়, দরকারি প্রকল্পে অর্থায়ন না করে দীর্ঘদিন ঝুলিয়ে রাখার ঘটনা ঘটছে রেলওয়েতে। আবার কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে তোড়জোড় দেখা গেছে। এভাবে অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের কারণে বিনিয়োগের পুরো সুফল পাচ্ছে না রেল। এছাড়াও রেলের প্রকল্প বাস্তবায়নে ধীর গতির জন্য আরও অনেক কারণ থাকতে পারে, যেগুলো ভালোভাবে খতিয়ে দেখা দরকার।
দুর্নীতি জিইয়ে রেখে জাতিকে যুগোপযোগী রেল উপহার দেয়া কোনোভাবেই সম্ভব নয়। রেলের আধুনিকায়ন-সম্প্রসারণও জরুরি। এ ক্ষেত্রে সর্বাগ্রে রেললাইনগুলো ঝুঁকি ও ত্রুটিমুক্ত করতে হবে। এ লক্ষ্যে যন্ত্রাংশ চোরদের কঠোরভাবে দমন করতে হবে। রেলওয়েতে লোকবল বাড়িয়ে লাইনগুলোয় নিয়মিত নজরদারির ব্যবস্থা করতে হবে। রেলের দখল হওয়া জায়গা ও সম্পদ উদ্ধার করা হোক। আমরা রেল ব্যবস্থার উন্নতি চাই। রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে যা কিছু করা প্রয়োজন তা করার মানসিকতা থাকতে হবে। আমরা আশা করি সরকার ও রেলের সঙ্গে সংশ্লিষ্টরা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।