নেত্রকোণার কলমাকান্দায় নয় বোতল ভারতীয় মদ পরিবহনের দায়ে দুই যুবককে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলা ভূমি কার্যালয়ে তাদের সাজা দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) অমিত রায়।
সাজাপ্রাপ্তরা হলেন, নেত্রকোণার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের দিপক বাসপাই এর ছেলে শাওন (২৫) ও কিশোরগঞ্জের হাজিলগ গ্রামের লসমি বাসপাই এর ছেলে রাজু বাসপাই (২৬)।
লেংগুরা বিওপি’র নায়েক সুবেদার রহমত উল্লাহ কবির স্থানীয় সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেংগুরা ইউনিয়নের চেংগ্নী গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নয় বোতল মদসহ শাওন ও রাজু নামে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
পরে ওইদিন রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। জব্দকৃত ভারতীয় মদ আদালতের নির্দেশে ধ্বংস করা হয়। আর ওই দিন রাতেই সাজাপ্রাপ্তদের ও জব্দকৃত মোটর সাইকেলটি কলমাকান্দা থানা পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।
এবিষয়ে কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, সাজাপ্রাপ্তদের শুক্রবার সকালে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।