গত বৃহস্পতিবার দৌলতপুর পাবলা থেকে নিখোঁজ হওয়ার ৫ দিন পর শিশু অঙ্কিতা দে ছোঁয়ার (৮) লাশ তাদের বাসার পাশে বস্তাবন্দি অবস্থায় সেপটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
ছোঁয়া দৌলতপুর বীণাপানি সরকারি প্রাথমিকবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ৫ দিন আগে ছোঁয়া তার স্কুল থেকে আর ফিরে না আসায় তার আত্মীয়স্বজন খোঁজাখুঁজির পর না পেয়ে সংশ্লিষ্ট থানায় একটি মিসিং ডাইরী করে।আজ তাদের বাসার পাশ থেকে দুর্গন্ধ বের হবার পর এলাকাবাসী ও থানা পুলিশ সেপ্টি ট্যাংকির ভেতর থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার কারণ জানা যায় নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর প্রশ্ন একটা ৮ বছরের শিশুকে কারা, কেন, কীভাবে এমন নির্মম ভাবে হত্যা করতে পারে? কী অপরাধ ছিল এই নিষ্পাপ মাসুম কন্যাশিশু ছোঁয়ার ?
এলাকাবাসীর দাবি হত্যাকারী সে যেই হোক না কেনো, অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, অঙ্কিতার পিতা সুশান্ত কুমার দে। তিনি একজন সহজ, সরল হাসি, খুশি থাকা নিরীহ প্রকৃতির একজন মানুষ। সকলের সাথে মিলে মিশে থাকতো। তার কোন শত্রু ছিল না। সে দৌলতপুর আফসানা মার্কেটের দ্বীপ ইলেকট্রনিক্সের দোকানে সততার সাথে কর্মচারী হিসেবে একযুগ ধরে দায়িত্ব পালন করে আসছেন।