ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে শুক্রবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় যানবাহনসহ আটকা পড়েছে দুইটি ফেরি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীদের।
বিআইডব্লিউটিসির এজিএম মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, বহরের ১৭ ফেরির মধ্যে ১৪টি ফেরি চলছিল। ঘন কুয়াশার কারণে বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ভোরে ফেরি বন্ধ করতে হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষা করছে শতশত যান।
এই নৌরুটের ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪শ স্পীডবোর্ট এবং কয়েক ট্রলার সবই এখন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে হাড় কাঁপানো শীতে মানুষের দুর্ভোগ এখন চরমে। বিশেষ করে ছিন্নমূল মানুষের কষ্টের যেন সীমা নেই। শীতের কষ্টে অনেকই কাবু এখন। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর ভিড় বেড়েছে।