খুলনার পাইকগাছায় দেলুটি ইউপি ৬নং ওয়ার্ড সদস্য আশীষ হালদারকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ হলে থানা পুলিশ বিষয়টি আমলে নিয়েছেন বলে জানাগেছে। ইউপি সদস্য আশীষ হালদার জানিয়েছেন সম্পতি দেলুটিতে বিট পুলিশিং সভায় আমি মাদক-জুয়া সহ সুদখোরদের বিষয়ে কথা বলি। এ ঘটনায় হরিণখোলা গ্রামের রতন সরকারের ছেলে সুজিত সরকার আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। তিনি অভিযোগ করেন গত রোববার রাত ৮ টার দিকে দারুনমল্লিক বাজার মোড়ে শিখরের চায়ের দোকানে বসাবস্থায় বিভিন্ন প্রসঙ্গে কথা উঠলে সুজিত আমার সাথে অকারণে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সুজিত উত্তেজিত হয়ে আমার গায়ে হাত তুলে লাঞ্চিত করেন। এ সময় অপর ইউপি সদস্য সুকুমার বিশ্বাস ও দফাদার গৌবিন্দ কবিরাজ সহ স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ বিষয়ে ওসি মো. এজাজ শফী জানান, ইউপি সদস্য আশীষ হালদারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।