বৃহস্পতিবার বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের আ.লীগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
বসুরহাট পৌর মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের এক বর্ধিত সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। মনোনয়ন ঘোষণা করেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। মনোনয়ন প্রাপ্তরা হলেন, ১নং সিরাজপুর ইউনিয়নে নুরনবী চৌধুরী, ২নং চরপার্বতী ইউনিয়নে মোজাম্মেল হোসেন কামরুল, ৩নং চরহাজারী ইউনিয়নে নুরুল হুদা, ৪নং চরকাঁকড়া ইউনিয়নে মাহবুবুর রহমান আরিফ, ৫নং চরফকিরা ইউনিয়নে জামাল উদ্দিন লিটন, ৬নং রামপুর ইউনিয়ন হাসিবুল শাহীদ আলোক, ৭নং মুছাপুর ইউনিয়নে আইয়ুব আলী ও ৮নং চরএলাহী ইউনিয়নে সাহাব উদ্দিন।