কালীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম ষ্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ শহরের নিজ বাসায় তিনি ব্রেনই ষ্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে যশোর ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে দৈনিক নবচিত্র পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবদুল জলিল ও সম্পাদক আলাউদ্দীন আজাদসহ পত্রিকার স্টাফরা যশোর ছুটে যান। তারা সেখানে চিকিৎসার খোঁজ খবর নেন। অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার বিকালে একটি এ্যম্বুলেন্সে যোগে প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলামকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।