আগামী ৩০ জানুয়ারি শনিবার সরাইলে অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম। ইতোমধ্যে ৪ সদস্যের কমিটি চুড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মো. আরিফুল হক মৃদুল। আর এ কমিটিকে নীতিমালা পরিপন্থী বলছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। জামুকার আপত্তির তালিকার মুক্তিযোদ্ধাকেও সরাইলের কমিটিতে অন্তর্ভূক্ত করার অভিযোগ ওঠেছে। সরাইলের ৮০ জনের মধ্যে ৪৬ জনের নাম নাসিরনগর উপজেলার যাচাই-বাছাইয়ের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। তাদের প্রত্যেককে নাসিরনগর যাচাই-বাছাই কমিটির সামনে হাজির হতে হবে। আর বাকি ৩৪ জনের যাচাই-বাছাই হবে সরাইলে। এ ঘটনায় আশ্চর্য্য ও হতাশ হয়েছেন মুক্তিযোদ্ধারা। তবে কর্তৃপক্ষ বলছেন গেজেটে ভুল লিপিবদ্ধের কারণে এমনটা হয়ে থাকতে পারে। নির্বাহী কর্মকর্তার দফতর সূত্র জানায়, ৪ সদস্যের যাচাই-বাছাই কমিটির মধ্যে রয়েছেন জেলা প্রশাসকের প্রতিনিধি যুদ্ধকালীন কমান্ডার বীর মুকিক্তযোদ্ধা মো. আব্দুল্লাহ ভূঁইয়া, সংরক্ষিত আসনের (৩১২) মহিলা এমপি’র প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও জামুকার প্রতিনিধি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাহ উদ্দিন মোচন। পদাধীকার বলে কমিটির সদস্য সচিব নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। আগামী ৩০ জানুয়ারি এ কমিটি সরাইলের ৩৪ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করবেন। কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ৩ ধরণের তালিকা তৈরী হবে। কোন ধরণের আপত্তি নেই, কিছু আপত্তি বা সমস্যা আছে ও যাদেরকে মুক্তিযোদ্ধা সনদ দেয়া যায় না। এই ৩ ধরণের তালিকা মেইলে পাঠিয়ে দেয়া হবে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের কাছে। আবার এই তালিকা গুলি নির্বাহী কর্মকর্তার দফতরের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়ারও বিধান আছে। তবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী ও সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন বলেন, নীতিমালা বহির্ভূত ভাবে সরাইলের যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। নীতিমালা অনুসারে যুদ্ধকালীন কমান্ডার হবেন জামুকার প্রতিনিধি ও কমিটির সভাপতি। সরাইলের কমিটিতে জামুকার প্রতিনিধি যুদ্ধকালীন কমান্ডার নয়। এমপি’র প্রতিনিধি আবুল কালাম আজাদ একজন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু যাচাইয়ে ওঁর নাম নাসিরনগরের তালিকায় ৫৯ নম্বরে রয়েছে। উনি কিভাবে সরাইলের কমিটিতে অন্তর্ভূক্ত হয়েছেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মো. আরিফুল হক মৃদুল বলেন, নীতিমালায় জামুকার প্রতিনিধিকে সভাপতি করার কথা থাকলেও ভিডিও কনফারেন্সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন কমিটির মধ্যে যিনি যুদ্ধকালীন কমান্ডার তিনিই হবেন সভাপতি। আর লাল মুক্তি বার্তায় নাম থাকলে যাচাইয়ের বাহিরে থাকবেন। আবুল কালাম আজাদ সাহেবের নাম লাল মুক্তিবার্তায় আছে। তাই উনাকে কমিটিতে রাখতে কোন সমস্যা নেই। প্রসঙ্গত ২০১৭ খ্রিষ্টাব্দে যাচাই-বাছাই হয়েছিল। তখনকার কমিটি পুরাতন ৬৫ জন ও নতুন আবেদনকারী ৩৪ জন মুক্তিযোদ্ধার পক্ষে সুপারিশ করেছিলেন।