রাতে দিনে ঘন কূঁয়াশা। গত ৪-৫ দিন ধরে মাঝে মধ্যে অল্প সময় মিলছে রোদের দেখা। সরাইলের সর্বত্রই বেড়ে চলেছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। আক্রান্তদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। হাসপাতাল সূত্র জানায়, শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রতিদিন গড়ে শতাধিক ঠান্ডা জনিত রোগাক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। আর প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ৫-১০ জন। এ ছাড়াও ইউনিয়ন পর্যায়ের ৪টি উপস্বাস্থ্য কেন্দ্রের প্রত্যেকটিতে দৈনিক ২০-৪০ জন ও ২৩ টি কমিউনিটি ক্লিনিকের প্রত্যেকটিতে দৈনিক গড়ে ৩০-৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। শীত ও কূঁয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এ্যাজমা আর শ্বাসকষ্ট রোগীদের কষ্ট বেড়ে গেছে। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া হাসপাতালে আগের চেয়ে বেশী ঠান্ডা জনিত কারণে আক্রান্ত রোগী ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, শীতের মাত্রা বৃদ্ধি পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কমিউনিটি ক্লিনিক সমূহেও ঠান্ডা জনিত কারণে আক্রান্ত বিভিন্ন বয়সের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা যথাযথ ভাবে রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি সরকারি ওষুধ দিয়ে যাচ্ছি।