খুলনার পাইকগাছায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী স্কুল ছাত্র সাকিব সরদার (১৮) এর মৃত্যু হয়েছে। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের হাফিজুর রহমান সরদারের ছেলে ও লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বুধবার বিকালে তার চাচা আল-আমিনের সাথে মটরসাইকেল যোগে উপজেলার কপিলমুনি ফুফুর বাড়ী যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা মালবাহী ট্রাক হাবিবনগর মাদ্রাসা ও বাদাম তলা নামক মধ্যবর্তী স্থানে পৌঁছালে মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের সাথে ধাক্কা খেয়ে সাকিব গুরুতর আহত হয়। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায় বলে আহতের চাচা আল-আমিন জানায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। এসআই নুর মোহাম্মদ বলেন, লাশের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।