বাউফলে বর্নাঢ্য আনন্দ র্যালি, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহষ্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে উপজেলার ১৫ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় দুই সহা¯্রাধিক মটর চালক নেতাকর্মী ঢোল-বাদ্য নিয়ে সমবেত হয়। বেলা সারে ১১ টায় বাউফল পৌর শহরে বর্নাঢ্য ্র্যলি করা হয়। পরে দলীয় কার্যালয় জনতা ভবনে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের সভাপতি
জলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সামসুল আলম মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মটর চালক লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, সহসভাপতি রহিম পালোয়ান, যুগ্ন সাধারন সম্পাদক রহিম মোল্লা, সহ সভাপতি রেজাউল করিম প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু, সাংগঠনিক সম্পাদক সূর্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনায়েত খান ছানা, বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, সাধারন সম্পাদক কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম.ফয়সাল আহমেদ, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খান, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি নিয়াজ মোর্শেদসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।