রংপুরের কাউনিয়া উপজেলার মদামুদন উচ্চবিদ্যালয়ের আয়োজনে বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মেহেদুল করিমসহ তিন পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন উচ্চবিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
মদামুদন উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল নূর-এ-এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি মেহেদুল করিম (পিপিএম-সেবা)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট ইন সার্ভিস ট্রেনিং সেন্টার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মাহফুজ্জামান আশরাফ, ডিসি ট্রাফিক মেনহাজুল আলম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাল আল ফারুক, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার (পিপিএম-সেবা), কাউনিয়া মদামুদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাকিল নূর-এ-এলাহী প্রমুখ।
অনুষ্ঠানে মেহেদুল করিম অতিরিক্ত ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ্ আল ফারুক, শহিদুল্লাহ্ কাওসার পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাদের সংবর্ধনা দেয়া হয়।
অতিরিক্ত ডিআইজি মেহেদুল করিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের রাজারবাগে প্যারেটগ্রান্ডে আমাদের উদেশ্যে বলেছিলেন তোমরা সেই ব্রিটিম পুলিশ নয়। তোমরা স্বাধীন বাংলাদেশের পুলিশ, সাধারণ মুনুষের পুলিশ, সাধারণ জনগনের পুলিশ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন বঙ্গবন্ধুর সেই সাধারণ মানুষের পুলিশ হওয়া সাধারণ জনগনের পুলিশ যেনো আমরা হতে পারি। তাহলে কিন্তু এই চাকরীর এই পদের সার্থকতা হবে।