নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যেগে মঙ্গলবার গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এড.ছাফিয়া খানম। প্রফেসর মোজাম্মেল হক, ভাষা সৈনিক আশরাফ হোসেন বরদা,মনোয়ারা বেগম, কারমাইকেল কলেজের সাবেক ভিপি,আলাউদ্দিন মিয়া ও ফয়সাল আহমেদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সম্মনয়কারী জোবাইদুল ইসলাম বুলেট। এ অনুষ্ঠানে গুনীজন হিসেবে প্রধান শিক্ষক,সংগঠক ও সাদা মনের মানুষ বনমালী পাল এর ৭৭তম জন্মদিনে সম্মাননা স্বারক ও অন্যান্য উপহার দেওয়া হয়। এ ছাড়া দেশের একমাত্র নারী চেয়ারম্যান হিসেবে জেলা পরিষদের সার্বিক উন্নয়নে অবদান রাখার জন্য এড.ছাফিয়া খানমকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। পরে শিল্পী দোয়েল,রাজা,নিলীমা আক্তার ও মোকসুদা রহমান মুকুলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।