সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন- চট্টগ্রাম আজ সন্ত্রাসের মিলনমেলায় পরিণত হয়েছিল। বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বিএনপি বর্তমানে গণতন্ত্রের জন্য লড়াই করছে। কিন্তু এই জালেম সরকার জনগণের সমস্ত অধিকার নষ্ট করেছে। প্রার্থীদের ওপরও হামলা করছে। চট্টগ্রাম সিটি নির্বাচনে আমাদের বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাতাদের সকল এজেন্টদের সকালেই বের করে দেওয়া হয়েছে। কেন্দ্রের আশপাশেও থাকতে দেয়নি। নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে ২০টি মামলা হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এভাবে নির্বাচনের নামে তামাশা করার কি দরকার ছিল?
বুধবার বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর নাসিমন ভবন বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বক্তব্য রাখেন তিনি। তিনি এ সময় সাংবাদিকদের আরো বলেন, পুলিশ বাহিনী শতভাগের চেয়েও বেশি দায়িত্ব পালন করেছে ভোট কারচুপি করতে। গত দুই-তিন দিনে চট্টগ্রাম সন্ত্রাসের মিলনমেলায় পরিণত হয়েছে। সন্তাসীরা প্রকাশ্যে মহড়া দিয়েছে। মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। এই নির্বাচনের ফলাফল কি হবে তা সবাই জানে।