কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে ভরপুর পানি থাকা সত্ত্বেও পানির অভাবে শতশত কৃষকের স্বপ্ন খরায় ধূলিস্যাত হয়ে যাচ্ছে। স্থানীয় কয়েক জন প্রভাবশালী পুরাতন ডাকাতিয়া নদীর মৌকারা ইউনিয়নের চারিতুফা এলাকায় বাঁদ দিয়ে মাছ চাষ করার ফলে কৃষকদের সর্বনাশ হচ্ছে বলে জানান স্থানীয়রা। এ ব্যাপারে স্থানীয় কৃষকরা নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ২০১৫ সালে লিখিত অভিযোগ করার পর তাদের দখলদারিত্ব বন্ধ থাকলেও এখন পাশ্বর্তী চৌদ্দগ্রাম উপজেলার ঝাগজুর গ্রামের কতিপয় লোক নিজেদেরকে সরকার দলের নেতা পরিচয় দিয়ে ওই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বাঁধ নির্মাণ করার কাজ শুরু করেছে। বাঁধ নির্মাণ শেষ না হতেই কৃষকদেরকে নদী থেকে পানি নিতে দিচ্ছেনা দখলদাররা। ফলে নদী ভরা পানি থাকা সত্ত্বেও খরা ভোগ করতে হচ্ছে ওই গ্রামের কৃষকদের। এ ব্যাপারে রোববার নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন চারিতুফা গ্রামের শতশত কৃষক। অভিযোগের প্রেক্ষিতে বুধবার উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের পূর্বেও এ ভাবে মাছ চাষ শুরু করে এলাকার কিছু লোক। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করলে উপজেলা প্রশাসন কৃষকদের কথা বিবেচনা করে ৪০ লাখ টাকা খরচ করে নদী খনন করেন। এখন আবার পাশ্বর্বতী চৌদ্দগ্রাম উপজেলার ঝাগজুর গ্রামের কিছু লোক জোর পূর্বক ড্রেজার মেশিন দিয়ে নদীতে পাড় দেয়ার চেষ্টা করছে। নদীতে বাঁধ দেয়ার ফলে ওই এলাকার হাজার হাজার কৃষকের চাষাবাদ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
এব্যাপারে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নদীটির অর্ধেক নাঙ্গলকোট ও অর্ধেক চৌদ্দগ্রাম উপজেলায়। যারা নদীতে বাঁধ দিচ্ছে তাদের দাবী তাদের কাছে কতৃপক্ষের অনুমতি আছে। আমি তাদেরকে ১ সপ্তাহ সময় দিয়েছি এ সময়ের মধ্যে তারা কাগজপত্র নিয়ে আমার কার্যালয়ে আসার জন্য নির্দেশ দিয়েছি। এক সপ্তাহ কৃষকদের সেচ কাজে কোন ধরনের বাধা না দিতে নির্দেশ দেয়া হয়েছে। বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।