মুন্সীগঞ্জে সদর উপজেলায় ৮ বছরের এক শিশু ধর্ষনের অভিযোগে মহসিন(৩২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো: জাকির হোসেন এ দন্ডাদেশ দেন।দন্ডপ্রাপ্ত মহসিন সদর উপজেলার রঘুরামপুর গ্রামের আফতাব আলীর পুত্র।
মামলার বিবরণীতে জানা যায়,গত ২০১৭ সালের ২৯ নভেম্ভর সকালে সদর উপজেলার ফিরিঙ্গি বাজার এলাকায় কারখানায় কর্মরত: মায়ের কাছ থেকে বাসায় ফেরার পথে,অভিযুক্ত ও দন্ডপ্রাপ্ত মহসিন শিশুটিকে জোরপূর্ব্বক তুলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরের দিন শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করে।পরবর্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।