ক্ষেতলাল ও কালাই উপজেলা সহ অন্যান্য উপজেলায় বিএডিসি কর্তৃক পরিচালিত গভীর নলকূপের সকল স্কীম ম্যানেজারদেরকে নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ক্ষুদ্র সেচ কমিটির আয়োজনে বিএডিসি অফিসে চলতি মৌসুমে বোরো ফসল সহ অন্যান্য ফসলে কৃষকদের চাহিদা মত সুষ্ঠু সেচ প্রদান সহ উপজেলা সেচ কমিটি কর্তৃক নির্ধারিত মূল্যে প্রতি বিঘায় কৃষকদের নিকট থেকে সেচ চার্জ আদায়ের লক্ষ্যে জয়পুরহাট জোনে অনুষ্ঠিত হয়।
সহকারী প্রকৌশলী এ,কে,এম জিন্নাত রসুল এর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় বক্তব্য রাখেন বিএডিসি জয়পুরহাট সদর ক্ষুদ্র সেচ ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আনোয়ার, কালাই ক্ষুদ্র সেচ ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী আবু তাহের, পুনট মৌজায় স্কীম ম্যানেজার প্রভাষক মামুনুর রশিদ, দৌলতপুর মৌজায় স্কীম ম্যানেজার নজরুল ইসলাম আকন্দ, নিশ্চিন্তা মৌজায় স্কীম ম্যানেজার আবদুস সামাদ মাষ্টারসহ অন্যান্য স্কীম ম্যানেজার বৃন্দ উপস্থিত ছিলেন।