কুমিল্লার হোমনা উপজেলার অপরাধচিত্র ও সার্বিক বিষয়ে সমাধান ও করণীয় সর্ম্পকিত উপায় তুলে ধরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস- চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, জালাল উদ্দীন খন্দকার, নাজিরুল হক ভূঁইয়া, তাইজুল ইসলাম মোল্লা, মো. কামরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাংবাদিক মো. কামাল হোসেন প্রমুখ। সভার শেষ পর্যায়ে পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম এসে যোগ দেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।