পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় কলাপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুমকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মাহবুবুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের সকল সদস্য পদ থেকে তাকে বহিস্কার করেন। পৌর শহরে মাইকিং করে এ বহিস্কারাদেশ ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সে মনোনয়ন প্রত্যাহার না করায় তাকে বহিস্কার করা হয় বলে উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার জানান।
আগামী ১৪ ফেব্রুয়ারি কলাপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।