ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের জামাল মুন্সি খুনের ঘটনার জের ধরে আসামি পক্ষ তাদের বাড়িঘরের ফ্রিজ, আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুলিশ প্রহরায় সরিয়ে নিতে দেখা গেছে। এ পর্যন্ত যারা মালামাল সরিয়ে নিয়েছে তারা হলেন,খন্দকার বাড়ির সামাদ খন্দকার,হামদু খন্তকার,আমির খন্দকার,জসিম খন্দকার,মোতালিব খন্দকার,রফিকুল খন্দকার,সালঅউদ্দিন খন্কার,লতিফ বাড়ির আব্দু লতিফ।
বুধবার সকালে চরচারতলা গ্রামের লতিফ বাড়িতে সরজমিনে গিয়ে দেখা য়ায় লতিফ বাড়ির আবদু মিয়ার ঘরের ফ্রিজ,টিভিসহ যাবতীয় আসবাবপত্র একটি মিনি ট্রাকে উঠাতে দেখা গেছে।এ বিষয়ে লতিফ বাড়ির আবদু মিয়ার শ্যালিকা সালমা বেগমের এ প্রতিবেদকের সাথে কথা হয়।এসময় তিনি প্রতিবেদককে জানান,দারু মিয়ার ছেলে আবদু মিয়ার ঘরের সমস্ত আসবাবপত্র আমাকে নিয়ে আবদু মিয়ার বাজারের বাসায় নিয়ে যেতে বলেছে।তাই আমি উপস্থিত থেকে আমার বোন জামাইয়ের ঘরের মালামাল পুলিশের উপস্থিতিতে নিয়ে মিনি ট্রাকে করে নিয়ে যাচ্ছি।তবে মালামাল নিয়ে যেতে কেউ বাধা দিচ্ছে কি না তা জানতে চাইলে তিনি বলেন,কেউ বাধা দিচ্ছে না।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্ম¥দ জাবেদ মাহমুদ বলেন,চরচারতলা জামাল মুন্সি খুনের ঘটনায় ওই গ্রামের লতিফ বাড়ি,খন্দকার বাড়ি এবং খাঁ বাড়ির লোকজন খুনের মামলার আসামি হওয়ায় তারা বাড়িঘরে থাকতে পারছে না।এ অবস্থায় আসামীপক্ষের বাড়িঘরের মালামাল পুলিশ প্রহরায় সরিয়ে নিচ্ছে।এত কারো আপত্তি থাকার কথা নয় এবং মালামাল নিতে কেউ বাধা দিচ্ছে না।
এ বিষয়ে খুন হওয়া জামাল মুন্সির বড় ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ মুন্সি বলেন,আমার নিরপরাধ ছোট ভাই জামাল মুন্সির খুন হওয়ার ঘটনায় ২৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫জনসহ আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।আসামী হওয়ায় তারা তাদের নিজস্ব উদ্যোগে বাড়িঘরের যাবতীয় মালামাল সরিয়ে নিচ্ছে ।প্রতিিিদন তারা ট্রাকে মালামাল নিয়ে যাচ্ছে।এতে কেউ বাধা দিচ্ছে না।বরং আমি নিজে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সপারের সাথে কথা বলে ৬জন নিরাপত্তাকর্মী মোতায়েন করে রেখেছি যেন আসামি পক্ষের বাড়িতে কেউ এঘটনার সুযোগ নিয়ে অযাচিত হামলা এবং মলামাল লুট করতে না পারে।তাছাড়া ঘটনাস্থলে আমি ব্যাক্তিগতভাবে পুলিশ সুপারকে অনুরোধ করে সার্বক্ষনিকভাবে নিরাপত্তার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রেখেছি।কাজেই যারা আসামি হয়েছে আইনের মাধ্যমে দ্রুত তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হবে এমনটাই আইনশৃংখলা বাহিনীর প্রতি আমার আবেদন।