খুলনা ৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ছিন্নমূল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছেন।তিনি গৃহহীন ও ভূমিহীনদের ঘর উপহার দিয়ে বিশ্বের দরবারে দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের সর্বস্তরে আজ উন্নয়নের জোয়ার বইছে।
তিনি গতকাল দুপুরে দিঘলিয়া উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।উদ্বোধন শেষে তিনি সালাম মূর্শেদী সেবা সংঘের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেন। এর আগে তিনি হাজীগ্রামের বাইশোর মার খেয়াঘাটের যাত্রী ছাউনির উদ্বোধন করেন।
আব্দুস সালাম মূর্শেদী গতকাল দিঘলিয়ায় দিনব্যাপী ব্যস্ত সময় অতিবাহিত করেন।তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বিকালে দিঘলিয়া গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ পরিদর্শন করেন। পরে তিনি দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব কতৃক আয়োজিত ৮ দলীয় আবদুস সালাম মূর্শেদী চ্যালেঞ্জ কাপের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলায় দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব ১-০ গোলে নৈহাটি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী জাতীয় সংসদের প্যানেল স্পীকার মনোনীত হওয়ায় পথের বাজার স্কুল ময়দানে এস এম মোস্তফা রশিদী সূজা গার্লস কলেজের পক্ষ থেকে প্রিন্সিপাল এ এস এম সাইফুদ্দোহা এবং আ'লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সংঘটন ফুলেল শুভেচ্ছা জানান।
দিঘলিয়া উপজেলা আ'লীগ সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহবুবুল আলম,থানা কর্মকর্তা ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, হায়দার আলী মোড়ল,ফারহানা হালিম, মোসাঃ সামসুন্নাহার,উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, মোতালেব হোসেন, এস এম গোলাম রহমান, মফিজুল ইসলাম ঠা-ু,উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ রেজা বাচা, ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন, ফিরোজ মোল্লা,গাজী জিয়াউর রহমান, গাজী আজগর আলী, গাজী আবদুল রউফ, শেখ মঞ্জুর হোসেন,শাহ আলম খান, শেখ ইখতিয়ার হোসেন, ওয়াদুদ চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি শেখ মনিরুল ইসলাম প্রমুখ।